খেলা বিভাগে ফিরে যান

এবার ভারতীয় ক্রিকেটে লিঙ্গ বৈষম্যের অভিযোগ

May 19, 2021 | < 1 min read

কোহলি-রোহিতদের বেশি সুবিধা দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যা হরমনপ্রীতরা পাচ্ছেন না। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের ওপর এমনই অভিযোগ উঠল। করোনা পরিস্থিতিতে বিরাট কোহলিদের জন্য ব্যক্তিগত বিমানের বন্দোবস্ত করা হলেও মিতালি রাজরা নাকি পাচ্ছেন না সেই সুবিধা। তবে সর্বসমক্ষে এমন অভিযোগ উড়িয়ে দিলেন হরমনপ্রীত কৌর। ব্যক্তিগত বিমানেই নাকি মুম্বই যাবেন অধিনায়ক মিতালি রাজ।

ভারতের পুরুষ এবং মহিলা, দুই ক্রিকেট দলই ইংল্যান্ড সফরে যাবে। ইংল্যান্ডের বিমান ধরার আগে মুম্বইয়ে নিভৃতবাসে থাকতে হবে ক্রিকেটারদের। অভিযোগ ওঠে বাড়ি থেকে মুম্বই যাওয়ার জন্য কোহলিদের ব্যক্তিগত বিমান দেওয়া হলেও তা পাচ্ছেন না হরমনপ্রীতরা। মহিলা দলের টি-২০ অধিনায়ক হরমনপ্রীত টুইট করে লেখেন, ‘পুরুষ এবং মহিলা, দুই দলের মুম্বই যাওয়ার জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করেছে বিসিসিআই। তবে দূরত্ব এবং ক্রিকেটারদের সুবিধা অনুযায়ী সুযোগ থাকছে নিজেদের মতো ব্যবস্থা করে নেওয়ার’।

ব্যক্তিগত বিমানে যেতে হলে ৩ দিনের জন্য নিভৃতবাসে থাকতে হবে। সেই বিমানের সব কর্মীরাও নিভৃতবাসে থাকবেন। বাংলার ঋদ্ধিমান সাহা এই সুবিধা নিতে ইচ্ছুক নন বলেই শোনা যাচ্ছে। করোনার জন্য এত দিন পরিবারের থেকে দূরে ছিলেন তিনি। ফের ৩ দিনের জন্য নিভৃতবাসে যেতে রাজি নন ঋদ্ধি। তাই বাণিজ্যিক বিমানেই মুম্বই যেতে পারেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#BCCI, #mens cricket team, #womens cricket team, #england tour

আরো দেখুন