হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

আম্পান – এক বছর পর

May 20, 2021 | < 1 min read

২০ মে ২০২০

দক্ষিণবঙ্গ জুড়ে তাণ্ডবলীলা চালায় সুপার সাইক্লোন আম্পান।

যতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে দেখা গেল ক্ষয়ক্ষতির পরিমাণ তারচেয়ে কয়েকগুণ বেশি।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়।

ভেঙে পড়েছে, রাস্তা, ঘরবাড়ি, ব্রিজ। উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি।

সুন্দরবনে একের পর এক বাঁধ ভেঙে পড়েছে। বানভাসী হয়েছে বহু গ্রাম।

ক্ষতিগ্রস্ত হাজার-হাজার কাঁচা বাড়ি। হয়েছে প্রাণহানিও।

কিন্তু ভেঙে পড়েনি বাংলা। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

সরকারের তরফে ক্ষতিপূরণ পেয়েছেন লক্ষ লক্ষ মানুষ । ২৩ লক্ষ কৃষক, ২ লক্ষ পানচাষি পেয়েছেন শস্যবীমার টাকা ।

পোতা হয়েছে ৫ কোটি ম্যানগ্রোভ গাছের চারা ।

আম্পান ত্রাণে ৭,০০০ কোটি টাকা খরচ করেছে রাজ্য ।

আজ এক বছর পর, ঘুরে দাঁড়িয়েছে বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

#super cyclone amphan, #West Bengal, #cyclone, #amphan

আরো দেখুন