দেশ বিভাগে ফিরে যান

বিশ্বের সবচেয়ে খারাপ রাষ্ট্রনায়ক মোদি? সমীক্ষায় চাঞ্চল্য

May 20, 2021 | < 1 min read

সম্প্রতি দ্য কনভারসেশন ইউএস নামে একটি সংবাদ সংস্থা টুইটারে একটি সমীক্ষা চালায়। সংস্থার তরফে জানতে চাওয়া হয়, অতিমারি মোকাবিলায় কোন দেশের রাষ্ট্রনায়কের ভূমিকা সব থেকে খারাপ। সেই সমীক্ষায় অন্যান্য নেতাদের পেছনে ফেলে বিপুল ভোটে নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে খারাপ রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নেন ব্যবহারকারীরা।

এই সমীক্ষায় মোট ৭৫, ৪৫০ জন অংশগ্রহণ করেন। আর নরেন্দ্র মোদি (Narendra Modi) একাই পেয়ে যান ৯০ শতাংশ ভোট। তারপরেই রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁর ঝুলিতে মাত্র ৪.৯ শতাংশ ভোট। তারপর রয়েছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জেয়ার বলসনারো, তিনি পেয়েছেন ৩.৬ শতাংশ ভোট। শেষে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ, তিনি পেয়েছেন ১.৩ শতংশ ভোট।

ভারতই এখন করোনা অতিমারির নতুন কেন্দ্র। প্রতিদিন প্রায় তিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে শয্যা, অক্সিজেনের অভাবে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ মারা যাচ্ছেন। এমনকি দেশে জীবনদায়ী ওষুধ এবং টিকারও আকাল। দ্বিতীয় ঢেউ সম্পর্কে অনেক আগেই বিজ্ঞানীরা ভারতকে সতর্ক করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী সেই সাবধানবাণীকে পাত্তা তো দেনই নি, বরং দেশের মানুষকে বিপদে ফেলার সমস্ত রকম ব্যবস্থা করেছেন। কুম্ভ মেলা থেকে নির্বাচন – এই অতিমারিতেও বাদ যায়নি কিছুই। এসবের পরে নরেন্দ্র মোদিই যে সবচেয়ে খারাপ রাষ্ট্রনায়কের তালিকায় সবার ওপরে থাকবেন সেটাই স্বাভাবিক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #covid19

আরো দেখুন