দেশ বিভাগে ফিরে যান

মমতার সঙ্গে জোট করা উচিত ছিল কংগ্রেসের, অধীরকে তোপ বীরাপ্পা মইলির

May 20, 2021 | < 1 min read

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে লড়া উচিত ছিল কংগ্রেসের। বুধবার এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলি (Veerappa Moily)। পাশাপাশি দলের বিপর্যয়ের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি তুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মইলির বক্তব্য, অধীর ‘দুর্বল নেতা’। তৃণমূল স্তরের মানুষের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। বাংলার ভোটে বাম এবং আইএসএফের সঙ্গে জোট গড়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। এবিষয়ে মইলি বলেন, জোট গঠন নিয়ে ভুল সিদ্ধান্তের কারণেই বাংলা থেকে কংগ্রেস ‘মুছে’ গিয়েছে। একইসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও এদিন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মইলি বলেছেন, মমতা ‘আমাদেরই’ নেত্রী। তৃণমূল গড়ার আগে তিনি কংগ্রেসে ছিলেন। তাঁর সঙ্গে আমাদের দলের আরও বেশি যোগাযোগ রাখা উচিত ছিল।

মমতা বিজেপির সঙ্গে লড়াই করছেন। তিনিই আমাদের সঠিক সহযোগী হতে পারতেন। এখানেই থেমে থাকেননি কংগ্রেসের এই প্রবীণ নেতা। বাংলার ভোটে কংগ্রেসের ভরাডুবি নিয়ে অধীর চৌধুরীর তীব্র সমালোচনা করেন মইলি। তাঁর বক্তব্য, অধীর যে ভাষায় মমতাকে আক্রমণ করেছেন, তা সাধারণ মানুষ, এমনকী আমাদের দলের কর্মীরাও ভালোভাবে নেননি। কংগ্রেসের চিরাচরিত শক্ত ঘাঁটিগুলিতেও মানুষ মমতার পক্ষে রায় দিয়েছেন। এরপরেও কেন অধীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না? তিনি এখনও প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা পদে রয়ে গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Congress, #Adhir Chowdhury, #Veerappa Moily

আরো দেখুন