দেশ বিভাগে ফিরে যান

ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীদের কথা বলতে না দেওয়ার বিষয়ে মোদির বিরুদ্ধে তোপ দাগলেন যশোবন্ত

May 20, 2021 | < 1 min read

রাজ্যের নতুন সরকার তৈরির পর আজই প্রথমবার দেশের কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু এই সাক্ষাৎ মধুর হওয়ার বদলে বাড়ল তিক্ততা। করোনা সংক্রান্ত ভার্চুয়াল বৈঠকে (Virual Meeting) একটি কথাও বলার সুযোগ না পেয়ে মুখ্যমন্ত্রী তীব্র অপমানিত বোধ করেন। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর কেন এমন গাছাড়া ভাব? তা নিয়ে প্রশ্নও তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। বললেন, ‘খুব খারাপ লেগেছে, কথাই বলতে দেননি। সৌজন্য বিনিময়ও করেননি। তাহলে কেন মুখ্যমন্ত্রীদের ডাকলেন? ডেকে অপমান করলেন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মোট ৫৪ জন জেলা শাসকের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রীদের কোন কথাই বলতে দেননি প্রধানমন্ত্রী বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীদের কথা বলতে না দেওয়ার বিষয়ে এবার নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি যশোবন্ত সিনহা (Yashwant Sinha)। টুইট করে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর কোন অধিকার নেই নির্বাচিত মুখ্যমন্ত্রীদের সাথে মোমের পুতুলের মতো আচরণ করার। বিশেষ করে যারা তাঁকে সোজাসোজি যুদ্ধে হারিয়েছেন, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Yashwant Sinha, #Narendra Modi, #virtual meeting

আরো দেখুন