পরিত্যক্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করালেন বিধায়ক রাজ চক্রবর্তী
বয়স প্রায় ৮৫ বছর। শারীরিকভাবে অসুস্থ। কিন্তু, চিকিৎসা না করিয়েই রাতের অন্ধকারে এক বৃদ্ধাকে রাস্তার ধারে ফেলে গিয়েছিল পরিবারের সদস্যরা। খোলা আকাশের নীচেই দু’দিন ধরে বসেছিলেন তিনি। অবশেষে বারাকপুরের (Barrackpore) বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার বৃদ্ধাকে বারাকপুরের ডাঃ বিএন বসু হাসপাতালে (B N Basu Hospital) ভর্তি করা হল।
জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে টিটাগড় থানার তালপুকুর এলাকায় একটি বন্ধ দোকানের সামনে তাঁকে ফেলে চলে যায় পরিবারের সদস্যরা। বুধবার সকালে স্থানীয়দের বৃদ্ধা জানান, মেয়েই নাকি ফেলে পালিয়েছে তাঁকে। যদিও তার সত্যতা জানা যায়নি। তারপর স্থানীয়রা টিটাগড় থানায় যোগাযোগ করেন। কিন্তু, বুধবার রাতেও রাস্তাতেই পড়েছিলেন তিনি। তবে, স্থানীয়রা তাঁকে খাবার দিয়েছিলেন। এদিন বিধায়ক তাঁর প্রতিনিধিদের ঘটনাস্থলে পাঠান। তাঁদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা মিলে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান।