নারদ কাণ্ড: জামিন পেলেন চার নেতা, থাকবেন গৃহবন্দী

নারদ মামলায় আজ হাইকোর্টে শুনানি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর জামিন স্থগিতাদেশের পুনর্বিবেচনার শুনানি হবে। সেইসঙ্গে সিবিআইয়ের মামলা স্থানান্তরের আর্জিরও শুনানি হওয়ার কথা ডিভিশন বেঞ্চে। গতকাল এই মামলার শুনানি হয়নি। মদন মিত্রের তরফে গতকাল বিশেষ ডিভিশন বেঞ্চ গঠনের যে আবেদন করা হয়েছিল, তা খারিজ হয়ে যায়।
সোমবার সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, এই চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। সেদিনই রাতে তাঁদের জামিনের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেন ধৃতরা। আর সিবিআই এই মামলা বাংলা থেকে সরানোর আর্জি জানায়। বুধবার হাইকোর্টে শুনানি হলেও রায় ঘোষণা হয়নি।গতকাল শুনানিই হয়নি।
১.১২: নারদ মামলায় আজকেই বৃহত্তর বেঞ্চ গঠন করে হবে শুনানি। দুপুর দুটো থেকে শুনানি শুরু, জানালেন অ্যাডভোকেট নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়
১২.৪১: বৃহত্তর বেঞ্চ গঠিত হবে যথাসময়েই, জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
১২.৩৭: গৃহবন্দী অবস্থায় সমস্ত সরকারি ফাইল পাবেন চার নেতা, ভার্চুয়ালি করতে পারবেন সরকারি আধিকারিকদের সাথে বৈঠকও। অন্তবর্তী জামিনের বিরুদ্ধে সিবিআইয়ের আর্জি খারিজ করল হাইকোর্ট।
১২.১৮: অভিষেক মনু সিঙ্ঘভির দাবি, যেহেতু চার গ্রেপ্তার নেতার মধ্যে দুজন মন্ত্রী এবং একজন বিধায়ক, তাদের কাজ যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। সরকারি ফাইল যেন তাঁরা পান, সেটিও নিশ্চিত করতে হবে।
১২.১৩: জরুরি ভিত্তিতে আজকেই বৃহত্তর বেঞ্চ গঠন করা হোক। আজ দুপুর দুটোর পর থেকেই শুনানি শুরু হোক, দাবি জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
১২.০৩: অন্তর্বর্তী জামিনের জন্য আদালতে জোর সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির। তাঁর দাবি, দুই বিচারপতির মতভেদের জন্য বৃহত্তর বেঞ্চ গঠন অবিলিম্বে করতে হবে। তাঁর দাবি, এই নেতাদের গ্রেপ্তারির ফলে রাজ্যের কোভিড মোকাবিলা বিঘ্নিত।
১১.৩৬: গৃহবন্দীর নির্দেশের বিরুদ্ধে সরব আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, এই চার নেতা জনপ্রতিনিধি। তাদের পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাদের মুক্ত করা হোক।
১১.৩০: নারদ কাণ্ডে গ্রেপ্তার হওয়া চার নেতার অন্তর্বর্তী জামিন। জামিন মঞ্জুর করলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাঁর সাথে সহমত পোষন করেননি। তিনি এই চার নেতাকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন।
১১.২২: সংস্থার বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে দায়ের হওয়া মামলা খারিজ করার আবেদন জানাতে চলেছে সিবিআই। সূত্রের খবর, আজ হাইকোর্টে এই মর্মে আবেদন করতে পারে সিবিআই। গত বুধবার গড়িয়াহাট থানায় সিবিআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।