শুভেন্দুর জন্যেই বাংলায় ভরাডুবি- অভিযোগ এনে পদত্যাগ করছেন সৌমিত্র খাঁ?
“শুভেন্দু অধিকারীকে ভোটের আগে দলে নেওয়ার ফলেই জঙ্গলমহল সহ বাংলার অধিকাংশ জেলায় ভরাডুবি হয়েছে বিজেপির।” এমনই বিস্ফোরক অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
বাংলায় এবারে বিজেপি (BJP) সরকার গঠনের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত থাকলেও কার্যত তিন অঙ্কের আসন সংখ্যা বের হতে না পারায় রাজ্যে ভরাডুবির কারণ আলোচনা করতে ডাকা হয়েছিল বিশেষ বৈঠক। সেই বৈঠকেই রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধিদের সামনেই বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan) এমন অভিযোগ করেছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।
বিজেপি সূত্রে জানা গিয়েছে সৌমিত্র খাঁ ওই বৈঠকে বলেন, “২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিস্তীর্ণ অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল মূলত শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অত্যাচারে অতিষ্ঠ হয়ে। তারা কিন্তু বিজেপিকে ভালোবেসে অথবা তৃণমূলের বিরোধীতা করার জন্য বিজেপিকে ভোট দেয়নি। কিন্তু ঠিক এই বিষয়টাই বুমেরাং হয়ে যায় এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বিজেপির টিকিটে বিজেপি নেতা হয়ে প্রচারে নামায়। শুভেন্দুর অত্যাচারে আতঙ্কিত জঙ্গলমহলের মানুষ তাই বাঁচার জন্য বেছে নিয়েছে তৃণমূলের প্রার্থী দের।” এর পরেই তিনি নাকি রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বলে জানা গেছে তাঁর ঘনিষ্ঠ সূত্রে।