আসছে ‘যশ’ -বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলা করতে আগে থেকেই প্রস্তুতি রাজ্য সরকারের

২৫ মে দুপুর ১টায় গ্যাংয়ের কর্মীরা বিডিওদের কাছে রিপোর্ট করবেন।

May 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঘূর্ণিঝড় ‘যশ’য়ের (Yaas Cyclone) কবলে পড়ে বিদ্যুৎ (Electricity) বিপর্যয় হতে পারে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। যশের প্রভাব যে এলাকাগুলিতে পড়তে পারে, সেখানে যেমন পর্যাপ্ত বিদ্যুৎকর্মী রাখা হচ্ছে, তেমনই সরঞ্জামের জোগাড় রাখা হচ্ছে। পাশাপাশি সর্বক্ষণের জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম, যার ফোন নম্বর ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪। আগামী ২৫ মে থেকে ওই কন্ট্রোল রুম চালু হয়ে যাবে।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানিয়েছেন, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির পাশাপাশি বিধাননগরের বিডিও অফিসগুলিতে মোট ছ’টি করে গ্যাং তৈরি থাকবে। প্রতিটি গ্যাংয়ে ছ’থেকে সাতজন করে বিদ্যুৎকর্মী থাকবেন। ২৫ মে দুপুর ১টায় গ্যাংয়ের কর্মীরা বিডিওদের কাছে রিপোর্ট করবেন। তার আগের দিন জেলাশাসক ও বিডিওদের কাছে গ্যাংয়ের কর্মীদের ফোন নম্বর দিয়ে দেওয়া হবে। জেলাগুলিতে ইতিমধ্যেই ১৮ হাজার ৩০৫টি বিদ্যুতের পোল, ২৫৫ কিলোমিটার তার, ৪৫০টি ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অরূপবাবু। আজ শনিবার থেকে বিদ্যুৎ দপ্তরের সর্বস্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ২৫ তারিখ থেকে কন্ট্রোল রুমে বিদ্যুৎমন্ত্রী ও উচ্চ পর্যায়ের অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন। 

এর পাশাপাশি সিইএসসি’র তরফেও বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। এবিষয়ে তিনি বলেন, কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে দু’টি করে গ্যাং রাখা হবে। পাশাপাশি বজবজ, মহেশতলা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলার প্রতিটি থানায় দু’টি করে গ্যাং রাখা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen