দেশ বিভাগে ফিরে যান

মুকুল-শুভেন্দু নিয়ে চুপ ওম বিড়লা, বাম স্পিকারকে ঢাল করে বিজেপির সাফাই

May 22, 2021 | 2 min read

বাংলার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর পরই নারদ-তদন্তে সক্রিয় সিবিআই। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কিছুদিন আগে তারা গ্রেপ্তার করেছিল তৃণমূলের তিন হেভিওয়েট নেতা-মন্ত্রীকে। অথচ লোকসভার স্পিকার ওম বিড়লাকে একাধিক বার চিঠি লিখেও নারদ-কাণ্ডে অভিযুক্ত দুই তৎকালীন তৃণমূল সাংসদ তথা অধুনা বিজেপি বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমোদন আদায় করতে পারেনি সিবিআই। লালকৃষ্ণ আদবানির নেতৃত্বাধীন লোকসভার এথিক্স কমিটির একটি বৈঠকও এখন পর্যন্ত হয়নি, যেখানে নারদ-কাণ্ড নিয়ে আলোচনা হতে পারত। ফলে নারদ-তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিড়ম্বনায় রাজ্য বিজেপিও। এই পরিস্থিতিতে লোকসভার প্রাক্তন স্পিকার, প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়কে তুলনা হিসাবে তুলে ধরে রাজ্য বিজেপির দাবি, বর্তমান স্পিকার ওম বিড়লাও ‘বিজেপির কেউ না’!

রাজ্য বিজেপি চাইছে নারদের গোটা তদন্ত-প্রক্রিয়া থেকে দলকে দূরে রাখতে। তাদের ব্যাখ্যা, ওম বিড়লা বিজেপি সাংসদ হলেও স্পিকারের চেয়ারে বসার পর তিনি প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের মতোই স্বতন্ত্র। ঠিক যেভাবে সোমনাথ নিজেকে স্বতন্ত্র রেখেছিলেন সিপিএম থেকে। রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, ‘পরমাণু চুক্তি প্রসঙ্গে সিপিএম যখন ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেন, তখন সোমনাথবাবুকেও স্পিকারের পদ থেকে পদত্যাগ করতে বলেছিল পার্টি। কিন্তু তিনি তাতে রাজি হননি। কারণ স্পিকারের চেয়ারে বসার পর দলের নির্দেশের থেকে তাঁর কাছে বেশি জরুরি মনে হয়েছিল দেশের সংসদীয় কাঠামোকে সম্মান জানানো।’ সেই পথেই বিজেপির যুক্তি, নারদ তদন্তে বর্তমান স্পিকার ওম বিড়লার ভূমিকার সঙ্গে দলের যোগ নেই। তৃণমূল অবশ্য মনে করছে বিজেপি এই যুক্তি মানুষ বিশ্বাস করবে না। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘ওম বিড়লাকে দলের উর্ধ্বে তুলতে চাইলে হবে? উনি তো খাকি হাফপ্যান্ট পরে আরএসএস করেছেন। বিজেপি সব সাংবিধানিক পদেরই গেরুয়াকরণ করেছে।’

বিজেপির কেন্দ্রীয় নেতারা জোর গলায় হামেশাই দাবি করেন, তাঁদের সরকার দুর্নীতিমুক্ত এবং দুর্নীতির প্রশ্নে মোদী সরকার কাউকে রেওয়াত করে না। তবে কেন, এত বছরেও লোকসভার এথিক্স কমিটির একটি বৈঠকও হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। বঙ্গ বিজেপির কাছে এর সদুত্তর নেই। দলের অন্দরে রাজ্য বিজেপি নেতারা এর জন্য দায়ী করে দিল্লির শীর্ষ নেতাদেরই। রাজ্য বিজেপির এক পদাধিকারীর কথায়, ‘সবই উপরওয়ালার ইচ্ছে। কেন এথিক্স কমিটির বৈঠক হয় না, সেটা আমাদেরও কৌতুহল। আমাদের কাজ এখন পার্টির শীর্ষ নেতৃত্বের নানা অযৌক্তিক কার্যকলাপকে জাস্টিফাই করার জন্য জুতসই যুক্তি খুঁজে বের করা।’

এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের সংক্ষিপ্ত জবাব, ‘লোকসভার স্পিকার, এথিক্স কমিটির চেয়ারম্যান এবং সিবিআই নারদ তদন্ত সম্পর্কে বলতে পারবেন। আমাদের কিছু জানা নেই। বিজেপির সঙ্গে এ সবের কোনও যোগসূত্র নেই।’ একই মত রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসুরও। তবে ঘনিষ্ঠ মহলে রাজ্য বিজেপির তাবড় নেতারা স্বীকার করছেন, নারদ তদন্তে সিবিআই, লোকসভার স্পিকার এবং এথিক্স কমিটির ভূমিকা নিয়ে পার্টির বিভিন্ন স্তরের নেতাদের মধ্যেই বিভ্রান্তি ছড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Somnath Chatterjee, #bjp

আরো দেখুন