সিদ্ধান্ত বদল কেন্দ্রের, লকডাউনে অনলাইনে মিলবে শুধুই অত্যাবশ্যকীয় পণ্য
দেশের যে এলাকাগুলি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছে, সেখানে আজ থেকে একঝাঁক স্বাভাবিক জীবিকা, শিল্প, পরিকাঠামোর কাজ শুরু হয়ে যাবে। কোন কোন এলাকাকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য চিহ্নিত করা হচ্ছে সেই সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার পূর্বঘোষিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে প্রত্যাহার করে নিয়েছে। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, অত্যাবশকীয় পণ্য ছাড়া মোবাইল, ল্যাপটপ, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন বা অন্যান্য ভোগ্যপণ্য অনলাইনে ক্রয়বিক্রয় করা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রক পূর্ববর্তী ঘোষণা থেকে সরে এসে নতুন বিজ্ঞপ্তি জারি করে বলেছে, অনলাইনে একমাত্র ওষুধ ও মেডিক্যাল উপকরণসহ অত্যাবশ্যকীয় পণ্যই ক্রয়বিক্রয় করা যাবে। গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রক একটি গাইডলাইন দিয়ে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০ এপ্রিল খতিয়ে দেখা হবে, কোন কোন এলাকা করোনামুক্ত। তারপরই শুরু হবে স্বাভাবিকতায় ফেরা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই কেন্দ্র ঘোষণা করেছিল, ২০ এপ্রিল দেশের করোনামুক্ত স্থানগুলিতে একঝাঁক স্বাভাবিক জীবিকা ও শিল্প পরিকাঠামোর কাজ চালু করে দেওয়ার তালিকায় থাকবে ই কমার্সে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়। অর্থাৎ অনলাইনে যে কোনও নিত্যপণ্যই ক্রয় করা যাবে। কিন্তু আজ সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। কারণ, দেশের বিভিন্ন বাণিজ্য সংগঠন আপত্তি তুলে বলেছে, যে পণ্যগুলি আমরা দোকান খুলে বিক্রি করি সেগুলি লকডাউনের কারণে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তাহলে সেই একই পণ্য অনলাইন সংস্থাগুলিকে বিক্রয়ের সুযোগ দেওয়া পক্ষপাতিত্ব হবে। আমাদের ব্যবসা আরও ডুবে যাবে। এরপরই কেন্দ্রের পিছিয়ে আসার সিদ্ধান্ত।