ভালো আছেন বুদ্ধদেব-জায়া মীরা
আপাতত স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharjee)। ঘরের পরিবেশে তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯৯ শতাংশ বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
শনিবার রাতে হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, মীরাকে ওষুধ দেওয়া হচ্ছে। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা ভাল। তবে তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের গোড়ায় তাঁকে ছাড়ার পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে ৭ দিন হোম আইসোলেশনের পরামর্শও দেওয়া হবে।
শ্বাসকষ্ট, জ্বর এবং মাথাব্যথার উপসর্গ নিয়ে গত ১৮ মে রাত ১১টার সময় হাসপাতালে ভর্তি হন মীরা। ওই দিন রাতেই তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎসক কৌশিক চক্রবর্তী এবং ধ্রুব ভট্টাচার্যের তত্ত্বাবধানে মীরার চিকিৎসা চলছে।