লকডাউনে বাইরে বেরনোর শাস্তি! আদালতের নির্দেশে পথচারীদের সচেতন করছেন যুবক 

দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় পর্যায় চলছে। করোনা সংক্রমণ রুখতে মরিয়া প্রশাসন। এর মধ্যেও লকডাউন ভাঙছেন অনেকেই। তেমনই এক নিয়মভঙ্গকারীকে অভিনব শাস্তির নিদান দিয়েছে আদালত। সেই শাস্তি মেনে নিয়ে ট্রাফিক পুলিশকে সাহায্য করছেন ওই যুবক। দিনভর লকডাউন ভঙ্গকারীদের বোঝাচ্ছেন, কেন লকডাউন জরুরী? কেন নিয়ম ভাঙা উচিত নয়?

April 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় পর্যায় চলছে। করোনা সংক্রমণ রুখতে মরিয়া প্রশাসন। এর মধ্যেও লকডাউন ভাঙছেন অনেকেই। তেমনই এক নিয়মভঙ্গকারীকে অভিনব শাস্তির নিদান দিয়েছে আদালত। সেই শাস্তি মেনে নিয়ে ট্রাফিক পুলিশকে সাহায্য করছেন ওই যুবক। দিনভর লকডাউন ভঙ্গকারীদের বোঝাচ্ছেন, কেন লকডাউন জরুরী? কেন নিয়ম ভাঙা উচিত নয়?

জানা গিয়েছে, ওই যুবক কড়েয়া থানা এলাকার বাসিন্দা। ১১ এপ্রিল তিনি ওই এলাকা থেকে আসছিলেন। লকডাউনের মাঝেও জরুরি কাজ ছাড়া রাস্তায় বের হওয়ায় চারু মার্কেট থানার পুলিশ তাকে আটকায়। সেই সময় প্রথমে পুলিশের সঙ্গে বচসা বাধে, পরে পুলিশ কর্মীদের মারধর করে বলে অভিযোগ। সেই অপরাধে তাকে গ্রেপ্তার করে আলিপুর আদালতে পেশ করা হয়। বিচারক তাকে জেল হেফাজত বা জরিমানার নিদান দেননি। বরং অভিনব এক শাস্তি বিচারক।

আদালতের নির্দেশে পথচারীদের সচেতন করছেন যুবক

সেই শাস্তি মেনে নিয়ে গত সাতদিন ধরে কলকাতার ট্রাফিক পুলিশকে সাহায্য করছেন ওই যুবক। টালিগঞ্জ এলাকায় আইনভঙ্গকারীদের বোঝাচ্ছেন, কেন লকডাউন মানা উচিত। কেন আইন মানা উচিত। সকলকে বোঝাতে গিয়ে নিজের শাস্তির কথাও তুলে ধরছেন ওই যুবক। বলছেন, সক্রমণ এড়াতে লকডাউন ভীষণ জরুরী। নিয়ম ভাঙলে তো শাস্তি পেতেই হবে।

তবে এমন নিদান নতুন নয়। এর আগেও ট্রাফিক আইন ভাঙার দরুণ এহেন শাস্তি পেয়েছেন অনেকেই। কেউ রাস্তায় ট্রাফিক পুলিশের মত গাড়ির ভিড় সামাল দিয়েছেন। কেউ আবার  সমাজসেবার কাজ করেছেন। তবে লকডাউন ভাঙায় এমন শাস্তির নজির সত্যিই নতুন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen