দেশ বিভাগে ফিরে যান

সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতে পারে জুলাইতে

May 24, 2021 | < 1 min read

আগামী জুলাই মাসে সিবিএসই’র (CBSE) দ্বাদশের পরীক্ষা (Class 12 board exams) হতে পারে। সেক্ষেত্রে আগস্টে পরীক্ষা শেষ হয়ে ফল প্রকাশ সেপ্টেম্বর মাসে। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে রাজ্যগুলির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে। বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও তথ্য-সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর সহ শিক্ষামন্ত্রকের অফিসাররা উপস্থিত ছিলেন।

বৈঠকে ৭৫ শতাংশ রাজ্যই যে যার স্কুলে পরীক্ষার পক্ষে সওয়াল করেছে। এবং তিন ঘণ্টার বদলে ৯০ মিনিটের পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েজ কোয়েশ্চনের কথাও বলা হয়েছে। যদিও এ ব্যাপারে রবিবার কোনও সিদ্ধান্ত হয়নি। রাজ্যগুলিকে লিখিতভাবে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। আগামী মঙ্গলবার ২৫ মে’র মধ্যে রাজ্যগুলি ঠিক কী চায়, তা জানাবে। সেই মতো ১ জুনের মধ্যে সিবিএসই’র দ্বাদশের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রক সূত্রে খবর, রবিবারের বৈঠকে পরীক্ষার দুটি সম্ভাব্য সূচি সামনে রাখা হয়। একটিতে বলা হয়, ১ থেকে ৩১ জুলাই প্রাক পরীক্ষা অ্যাক্টিভিটি, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে ১ থেকে ২০ আগস্ট। ফল প্রকাশ ২০ সেপ্টেম্বর। অন্য সম্ভাব্য সূচি অনুযায়ী, প্রাক পরীক্ষা অ্যাক্টিভিটি ১০ থেকে ১৫ জুলাই। লিখিত পরীক্ষা হবে দুটি দফায়। একটি ১৫ জুলাই থেকে ১ আগস্ট। দ্বিতীয় দফা ৫ থেকে ২৬ আগস্ট। ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর। প্রথম সূচিতে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় সূচিতে পরীক্ষা হবে নিজের স্কুলে। অধিকাংশ রাজ্যই দ্বিতীয়টির পক্ষে সওয়াল করেছে। এখন দেখার, ২৫ মে রাজ্যগুলির লিখিত প্রস্তাব পেয়ে কী সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

#Class 12 board exams, #CBSE

আরো দেখুন