পূর্ব বর্ধমানে ব্লকে ব্লকে ‘যশ’ এর জন্য কন্ট্রোল রুম
ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas) আছড়ে পড়ার আগে সতর্ক জেলা প্রশাসন। ‘সাক্লোনিক আই’ পশ্চিমবঙ্গের যে কোনও উপকূলবর্তী এলাকার উপর দিয়ে গেলেই পূর্ব বর্ধমানের (East Burdwan ) বেশ কয়েকটি ব্লকে ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই যশ মোকাবিলায় পূর্ব বর্ধমান জেলার ২৩টি ব্লক ও পুরসভা এলাকায় মঙ্গলবার থেকে ২৪ঘণ্টা কন্ট্রোল রুম খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) অনির্বাণ কোলে বলেন, জেলা হেড কোয়ার্টার থেকে প্রতিটা ব্লক ও পুরসভা এলাকার কন্ট্রোল রুমে নজরদারি চলবে। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটা এলাকায় প্রচার করে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্বস্থলী-১ ব্লকে নিজের উদ্যোগে কন্ট্রোলরুম খুলেছেন মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার ওই ব্লকের যুব সভাপতিদের নিয়ে জরুরি বৈঠক সারেন মন্ত্রী। জেলা প্রশাসনের পাশাপশি তিনি নিজেই একটি রেসকিউ টিম প্রস্তুত করেছেন। ঝড়ে সাধারণ মানুষের সমস্যা দূর করতে দ্রুত বাইক নিয়ে পৌঁছে যাবেন দলের সদস্যরা। স্বপনবাবু বলেন, একদিকে করোনার বিরুদ্ধে লড়াই চলছে, অন্যদিকে যশ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমি নিজের নম্বর দিয়েই হেল্পলাইন খুলেছি। কেউ সমস্যায় পড়লে বা ঝড়ে বিপদ হলেই আমাদের জানাবেন। আমরা দ্রুত পৌঁছে যাব। প্রশাসনের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব।
জেলার ২৩টি ব্লকের কন্ট্রোল রুমের পাশাপশি প্রতিটি পঞ্চায়েতেও কন্ট্রোল রুম থাকছে। প্রতিটা গ্রামের খবরাখবর সেখানে এসে পৌঁছবে। তারপর সেই তথ্য চলে যাবে ব্লক আধিকারিক পরিচালিত কন্ট্রোল রুমে। সেখান থেকে জেলা হেড কোয়ার্টারের কন্ট্রোল রুমে খবর পৌঁছবে। জেলা প্রশাসন সর্বদা প্রস্তুত থাকবে। মঙ্গলবার থেকেই ২৪ঘণ্টা কন্ট্রোল রুমে থাকবেন প্রশাসনের আধিকারিকরা। প্রতিটা ব্লকে সচেতনতার জন্য মাইকিং চলছে। ভঙ্গুর বাড়ি শনাক্ত করে সদস্যদের নিকটবর্তী স্কুলে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে।
গলসি-২ বিডিও সঞ্জীব সেন বলেন, সোমবার থেকেই আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু হবে। পুলিসের টিম, বিপর্যয় মোকাবিলা ও মেডিক্যাল টিম প্রস্তুত করা হচ্ছে ব্লকে। ঝড়ে বেশিরভাগ সময় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। সেই কারণে বিদ্যুৎদপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হচ্ছে। ইতিমধ্যেই ঝড়ে ভেঙে পড়তে পারে এমন বাড়ি থেকে বহু মানুষকে স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। কাটোয়ার মহকুমা শাসক প্রশান্তরাজ শুক্লা বলেন, সবরকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা টিম প্রস্তুত করে রেখেছি।