সত্যজিত রায়ের জন্মশতবর্ষে রাজ্যের তৈরি তথ্যচিত্র তোলা হল সোশ্যাল মিডিয়া

তথ্যপ্রযুক্তি দপ্তরের অধীনে থাকা দি সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি রিচার্জ এই কাজটি করেছে।

May 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে কিংবদন্তি এই পরিচালককে বিশেষ সম্মান জানাল পশ্চিমবঙ্গ সরকার। তথ্যপ্রযুক্তি দপ্তরের তরফে সত্যজিতের কীর্তি এবং জীবনের নানা দিক তুলে ধরে একটি বিশেষ তথ্যচিত্র তৈরি করা হয়েছে।

পাঁচ ঘণ্টার বেশি সময়ের এই তথ্যচিত্রে মানিক-পুত্র সন্দীপ রায়, বিশিষ্ট অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ব্যক্তিত্ব বক্তব্য তুলে ধরেছেন। আধুনিক প্রজন্মের কাছে পরিচালককে আরও জনপ্রিয় করে তুলতে ইউটিউব, ফেসবুক সহ সামাজিক মাধ্যমে এই বিশেষ তথ্যচিত্র তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে তথ্যপ্রযুক্তি দপ্তর। রবিবার থেকে সামাজিক মাধ্যমে এটি যে কোন মানুষ দেখতে পারবেন।

তথ্যপ্রযুক্তি দপ্তরের অধীনে থাকা দি সোসাইটি ফর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টেকনোলজি রিচার্জ এই কাজটি করেছে। গত ২ মে অস্কারজয়ী এই পরিচালকের জন্মশতবর্ষ পূর্ণ হয়। কাকতালীয়ভাবে ওইদিনই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। যেখানে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সত্যজিৎ রায়ের সম্মানে এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে।

২৩ মে সকাল ৯টা থেকে বিশেষ এই তথ্যচিত্র দপ্তরের নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। দেখার জন্য https://youtu.be/-gT0VQAoR5M টাইপ করতে হবে। কিংবা https://satyajit.nltr.org -এ গিয়েও দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen