সোশ্যাল মিডিয়ায় গুজব, কড়া পদক্ষেপ বেসরকারি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে
সোশ্যাল মিডিয়ায় গুজব, কড়া পদক্ষেপ বেসরকারি হাসপাতালের ডাক্তারের বিরুদ্ধে
করোনা সংকটে সন্ত্রস্ত সারা বিশ্ব। নানা জায়গায় চলছে লকডাউন, শঙ্কায় সাধারণ মানুষ। সাধ্যমত লড়ছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও নার্সরা, জনসাধারণকে রোগ নিরাময়ের পথ বাতলে দিতে। কিন্তু, এরই মধ্যে সংকটের অসদ্ব্যবহার করে ভুয়ো খবর ছড়াচ্ছেন এক শ্রেণীর মানুষ। হোয়াটস্যাপ ও সোশ্যাল মিডিয়ায় যা দাবানলের মত ছড়িয়ে পড়ছে।
কিছুদিন আগেই আমরা দেখেছি এক যাত্রা অভিনেতাকে দিয়ে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, গুজরাটের একটি ভিডিও কলকাতার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে চালানোর চেষ্টা হয়েছে। এবার সামনে এলো আরও ভয়ঙ্কর একটি ঘটনা।
কিছুদিন ধরেই হোয়াটস্যাপে একটি অডিও ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে একজন ডাক্তারের গলা যিনি রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে অনেকগুলি দাবি করেছেন। দাবি করা হয়েছে উনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার।
ইতিমধ্যেই হাসপাতালের তরফে এই ডাক্তারের দাবি নস্যাৎ করা হয়েছে। বিবৃতি দিয়ে তারা জানিয়েছেন, যে বক্তব্যগুলি শোনা গিয়েছে সেগুলি সেই ডাক্তারের ব্যক্তিগত মতামত। হাসপাতালের পক্ষে আরও জানানো হয়েছে ডাক্তার যে দাবি করেছেন তা সমর্থন করে না কর্তৃপক্ষ। আরও বলা হয়েছে, উক্ত দাবিগুলি ভিত্তিহীন এবং মিথ্যা।
পেশাদারিত্বের অভাবের জন্য অবিলম্বে সেই ডাক্তারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছে হাসপাতালটি।