রাজ্য বিভাগে ফিরে যান

‘অক্সিজেন অন হুইলস’ পরিষেবা চালু দক্ষিণ ২৪ পরগনায়

May 25, 2021 | < 1 min read

করোনা-যুদ্ধ চলছে। নতুন বিপদ ঘূর্ণিঝড়। এই অবস্থায় অক্সিজেনে (Oxygen) পরিষেবা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলা প্রশাসন। অক্সিজেন অন হুইলস (Oxygen On Wheel) নামে পরিষেবা চালু করা হল। আপাতত পাঁচটি বাসের মধ্যে মিলবে অক্সিজেন। জেলাশাসক পি উলগানাথন বলেন, জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন হলে সুন্দরবন ও প্রান্তিক এলাকায় অক্সিজেন কনসেন্ট্রেটর (Oxygen Concentrator) যুক্ত বাস সেখানে পাঠিয়ে দেওয়া হবে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এমন পাঁচটি বাসের ব্যবস্থা করা হয়েছে। তাতে অক্সিজেন কনসেন্ট্রেটর বসানো রয়েছে। আপাতত একটি করে বাস মহকুমায় রাখা হয়েছে। একটি থাকছে কুলতলিতে। আপৎকালীন পরিস্থিতিতে এই বাস পাঠানো হবে। চিকিৎসক, নার্স থাকছে এই বাসগুলিতে। ঝড়ে বা তারপরে হাসপাতাল কিংবা অন্যত্র কোনও রোগীর প্রয়োজন হলে, তৎক্ষণাৎ বাসে নিয়ে চিকিৎসার প্রাথমিক কাজ করা হবে। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় ৫০০টি অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder) মজুত করে রাখা হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#oxygen, #oxygen on wheels

আরো দেখুন