ডায়মন্ড হারবারের প্রতিটি ফ্লাড শেল্টারে নজরদারিতে ‘টিম অভিষেক ব্যানার্জি’
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ (Yaas)। আর তার আগেই সমস্ত রকমের প্রস্তুতি নিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যের একাধিক উপকূলবর্তী এলাকায় মানুষজনদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদস্থানে। আর এবার ডায়মন্ড হারবারের প্রত্যেকটি ফ্লাড শেল্টারে ২৪ ঘণ্টার নজরদারিতে এবার ‘টিম অভিষেক ব্যানার্জি’। আজ ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ফ্লাড শেল্টার ওই হাইস্কুলগুলি পরিদর্শন করেন তৃণমূল যুব নেতা গৌতম অধিকারী। তিনি বলেন, সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো ডায়মন্ড হারবারের ত্রাণ শিবিরগুলোতে মানুষের থাকার পাশাপাশি করোনা পরিস্থিতিতে প্রত্যেকের স্বাস্থ্যবিধির ওপরও নজর দেওয়া হয়েছে। এমনকি টিম অভিষেক ব্যানার্জি ফ্লাড শেল্টারে থাকা সাধারণ মানুষদের চার বেলা রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে ২৪ ঘণ্টা পরিষেবা দিতে প্রস্তুত টিম অভিষেক ব্যানার্জি, এমনটাই জানান যুব নেতা গৌতম অধিকারী। কোথাও কোনও সমস্যা হলে তৎক্ষনাৎ মেটাতে রাতভর জেগে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকায় নজরদারি করবেন তারা।
অন্যদিকে, ত্রাণ শিবিরগুলিতে আসা মানুষজনের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রেখে ব্যবস্থাও নেওয়া হয়েছে। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে টিম অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে। যার ফলে চরম চিন্তাতেও কিছুটা হলেও আনন্দিত কচিকাচারা।