দুর্যোগে ডায়মন্ড হারবারের পাশে অভিষেক, ঘুরে দেখলেন ত্রাণ শিবির

কেলে ঝড়-জল সামান্য কম হতেই নিজের লোকসভা কেন্দ্রে ছুটে গেলেন তিনি

May 26, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

দুর্যোগের সময় বাংলার অতন্দ্র প্রহরী হয়ে উপান্নে রাত জাগছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতভর নজর রাখছেন ব্যবস্থাপনায়। এই পরিস্থিতিতে তাঁর দলের মুখ্য সেনাপতি হিসেবে কি হাত গুটিয়ে বসে থাকতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)? তাই বুধবার বিকেলে ঝড়-জল সামান্য কম হতেই নিজের লোকসভা কেন্দ্রে ছুটে গেলেন তিনি। খোঁজ খবর নিলেন এলাকাবাসীর।

বুধবার দিনভর বাঁধ ভেঙে জল ঢুকেছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। তার উপর প্রবল বৃষ্টি। দুইয়ের জেরে ঘরছাড়া বহু মানুষ। প্রশাসন তাঁদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে। রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও। আগামী কয়েক দিন এই শিবিরেই থাকতে হবে ঘরহারাদের। কিন্তু আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েই দায়িত্ব ঝেড়ে ফেলতে নারাজ সাংসদ অভিষেক।

দুর্যোগের দিন দলনেত্রীর মতোই রাস্তায় নামলেন তিনি। ছুটলেন ডায়মন্ড হারবারের ত্রাণ শিবিরে। সেখানে গিয়ে সকলের সঙ্গে কথা বললেন তিনি। খোঁজ নিলেন সুবিধা-অসুবিধার। কথা বলার সময় সাংসদের হাত ধরে কেঁদে ফেলেন এক মহিলা। তাঁকে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের যুব সভাপতি। বললেন, “চিন্তা করবেন না সরকার আপনাদের পাশে আছে। সব ব্যবস্থা করবে সরকার।”  অভিষেকের এই ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ ওয়াকিবহাল মহল। তবে আজই প্রথম নয়, গত ২১ তারিখ রাস্তায় বেরিয়ে ‘যশ’ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেছিলেন তিনি। 

ওয়াকিবহালমহলের একাংশের কথায়, এবারের বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন অভিষেক। এবার এমন কঠিন পরিস্থিতিতে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ালেন তিনি। যা প্রমাণ করে দিচ্ছে শুধু একজন দূরদর্শি রাজনীতিবিদ নন, অভিষেক ক্রমশ দক্ষ প্রশাসক ও জননেতাও হয়ে উঠছেন। উল্লেখ্য, এবারের ঘূর্ণিঝড়ের সময় সকল বিধায়ককে নিজের নিজের বিধানসভা ক্ষেত্রে থাকতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পালন করেছেন দলীয় মন্ত্রী-বিধায়করা। এর মাঝে নিজের এলাকায় ছুটে গিয়ে নজির গড়লেন অভিষেক। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen