যশের তাণ্ডবে লণ্ডভণ্ড দীঘা, দেখুন কী অবস্থা সৈকত শহরের

পশ্চিমবঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্য়ে রয়েছে বাঙালির অন্যতন পর্যটন কেন্দ্র দীঘা

May 27, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi
 আমফানের তরতাজা স্মৃতি যেতে না যেতেই বাংলায় দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। পশ্চিমবঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্য়ে রয়েছে বাঙালির অন্যতন পর্যটন কেন্দ্র দিঘা (Digha)।

আমফানের তরতাজা স্মৃতি যেতে না যেতেই বাংলায় দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় যশ। পশ্চিমবঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্য়ে রয়েছে বাঙালির অন্যতন পর্যটন কেন্দ্র দীঘা (Digha)।

 আবহাওয়াবিদরা আগেই সাবধান করেছিলেন, দিঘায় ভয়ঙ্কর তাণ্ডব চালাবে ইয়াস। পূর্বাভাস ছিল ১৫৫ থেকে ১৬৫ কিমি বেগে ঝড় আছড়ে পড়বে এখানে।

আবহাওয়াবিদরা আগেই সাবধান করেছিলেন, দীঘায় ভয়ঙ্কর তাণ্ডব চালাবে যশ। পূর্বাভাস ছিল ১৫৫ থেকে ১৬৫ কিমি বেগে ঝড় আছড়ে পড়বে এখানে।

 সেই পূর্বাভাস মতোই ধ্বংসলীলা চালিয়েছে ইয়াস। দিঘায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮৮ কিলোমিটার। আর তাতেই প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাঙালির সাধের দিঘা।

সেই পূর্বাভাস মতোই ধ্বংসলীলা চালিয়েছে যশ। দীঘায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮৮ কিলোমিটার। আর তাতেই প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাঙালির সাধের দীঘা।

 ঝড়ের তীব্রতা এত ছিল যে কার্যত দিঘা শহর জলের তলায় ডুবে গিয়েছে। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সমুদ্র নগরী।

ঝড়ের তীব্রতা এত ছিল যে কার্যত দীঘা শহর জলের তলায় ডুবে গিয়েছে। লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সমুদ্র নগরী।

 দিঘার সৈকতে বোল্ডারে বসে সময় কাটানো বাঙালির কাছে এক আকর্ষণীয় বিষয়। সেই বোল্ডারগুলিও সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

দীঘার সৈকতে বোল্ডারে বসে সময় কাটানো বাঙালির কাছে এক আকর্ষণীয় বিষয়। সেই বোল্ডারগুলিও সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

 উপকূল অঞ্চলে বেশ কিছু দোকান ভেঙে গুড়িয়ে গিয়েছে প্রবল জলোচ্ছাসের দাপটে। সুন্দর করে সাজানো দিঘা শহর কার্যত তছনছ হয়ে গিয়েছে।

উপকূল অঞ্চলে বেশ কিছু দোকান ভেঙে গুড়িয়ে গিয়েছে প্রবল জলোচ্ছাসের দাপটে। সুন্দর করে সাজানো দীঘা শহর কার্যত তছনছ হয়ে গিয়েছে।

 ঝড়ের থেকেও সমুদ্রে জলস্তর বেড়ে যাওয়ায় ও প্রবল জলোচ্ছাসের জন্যই ভেসে গিয়েছে দিঘা শহর।

ঝড়ের থেকেও সমুদ্রে জলস্তর বেড়ে যাওয়ায় ও প্রবল জলোচ্ছাসের জন্যই ভেসে গিয়েছে দীঘা শহর।

 দিঘা ছাড়াও, মন্দারমণি, শঙ্করপুর ও অন্যান্য সমুদ্র উপকূলেও প্রবল তাণ্ডব দেখিয়েছে ইয়াস। বেশ কিছু অঞ্চল কার্যত জলের তলায় চলে গিয়েছে।

দীঘা ছাড়াও, মন্দারমণি, শঙ্করপুর ও অন্যান্য সমুদ্র উপকূলেও প্রবল তাণ্ডব দেখিয়েছে যশ। বেশ কিছু অঞ্চল কার্যত জলের তলায় চলে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen