বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ১৬ হাজারে নামল

করোনা পরিস্থিতিতে টিকাকরণের জন্য দক্ষিণ ২৪ পরগনার একাধিক হাসপাতালে অস্থায়ীভাবে ঠিকাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্যদপ্তর। এদিন একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে।

May 27, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

ষোলো হাজারের ঘরে নামল দৈনিক সংক্রমণ। বুধবার রাজ্যে করোনায় (Covid19) সংক্রামিত হয়েছেন ১৬,২২৫ জন। সুস্থ হয়েছেন ১৯,০৭১ জন। তবে রাজ্যে মৃত্যুর সংখ্যা এখনও দেড় শতাধিক। এদিন রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। সাময়িক নিম্নমুখী গ্রাফ আশার আলো দেখাচ্ছে চিকিৎসকমহলকে। তবে এদিনও করোনায় দু’জন চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজ্যে। ডাঃ আব্দুল্লা সোহেল হোসেন নামে চৌত্রিশ বছরের ওই চিকিৎসকের একটি বছর চারেকের মেয়েও রয়েছে। এছাড়াও ডাঃ অরবিন্দ রায় নামে এক চোখের ডাক্তার প্রাণ হারিয়েছেন করোনায়। টিকার দু’টি ডোজ দেওয়া হয়েছিল তাঁকে।

এদিকে, ব্ল্যাক ফাঙ্গাস থেকে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্যদপ্তরের তরফে। নতুন করে এই রোগে আক্রান্ত একজনের খোঁজ মিলেছে দার্জিলিংয়ের প্রধাননগরে। রাজ্যে সব মিলিয়ে সন্দেহজনক রোগী বর্তমানে ১১ জন। অন্যদিকে, করোনা পরিস্থিতিতে টিকাকরণের জন্য দক্ষিণ ২৪ পরগনার একাধিক হাসপাতালে অস্থায়ীভাবে ঠিকাকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্যদপ্তর। এদিন একটি নির্দেশিকায় একথা জানানো হয়েছে।

অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য’র কোভিড চিকিৎসা শুরু হয়েছে। রক্তে ইনফেকশনের পরিমাণ সহ সামগ্রিক শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা তাঁকে রেমডিসিভির ইনজেকশন দিতে আরম্ভ করেছেন। এমনকী, আরও কড়া অ্যান্টিবায়োটিক ইনজেকশন তোসিলিজুমাবও তৈরি রাখা হয়েছে তাঁর জন্য। ফলে বুধবার তাঁর অবস্থার তেমন খুব অবনতি না হলেও তাঁকে নিয়ে উদ্বেগ কাটেনি চিকিৎসকদের। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেববাবুর শরীরে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্যে উন্নতি লক্ষ্য করা গিয়েছে এদিন। তিনি সাধারণ খাবারও খাচ্ছেন মঙ্গলবার রাত থেকে। কিছুটা আচ্ছন্নভাব থাকলেও ডাকলে সাড়া দিচ্ছেন। ছ’জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড তাঁকে সবক্ষণ নজরে রেখেছে। এদিকে, উৎকণ্ঠার কারণে ফের অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য’র শারীরিক অবস্থা মোটামুটি ভালোই রয়েছে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে এদিন। উল্লেখ্য, সস্ত্রীক বুদ্ধদেববাবু দিন কয়েক আগে কোভিডে আক্রান্ত হন। মীরাদেবী গোড়াতেই হাসপাতালে ভর্তি হলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথমে সে পথে যেতে রাজি হননি। পরে অবশ্য তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসায় চিকিৎসকদের পরামর্শ মেনে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen