দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

নিউ ব্যরাকপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

May 27, 2021 | < 1 min read

কলকাতার নিউ ব্যরাকপুরে (New Barrackpore) ভয়াবহ অগ্নিকান্ড। সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাতে ওই এলাকার একটি গেঞ্জি কারখানায় হঠাৎই আগুন লেগে যায়। তবে কী কারণে এই আগুন লেগছে তা এখনও জানা যায়নি। ওই কারখানার পিছনে রয়েছে একটি ওষুধের গুদাম। সেখানেও আগুন ছড়িয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছায়। টানা ৭ ঘন্টা ধরে চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, কার্যত লকডাউনের কারণে বন্ধ ছিল সমস্ত কারখানা। তবে বুধবার হঠাৎ করেই কিছু শ্রমিকদের ডেকে পাঠানো হয়। তাদের বলা হয় কারখানা খোলার অনুমতি পাওয়া গিয়েছে। আর তারপর আজ ভোররাতে আগুন লাগে ওই কারখানায়। তবে কারখানার ভিতরে চার জন শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আগুন (Fire) লাগার পর বেশ কয়েকটি বিস্ফরোনের শব্দও শোনা যায়। ওষুধের গুদামে ব্যাপক মাত্রায় স্যানিটাইজার মজুত থাকার কারণেই এই আগুন আরও ছড়িয়েছে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। ওই কারখানার পাশে রয়েছে রঙের কারখানা সহ আরও বিভিন্ন জিনিসের কারখানা। তাই দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fire, #New Barrackpore

আরো দেখুন