ফের হাই কোর্টে নারদ শুনানি
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আদালত ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো বকেয়া নারদ মামলার শুনানি ধার্য করা হয়েছে আজ।

সুপ্রিম কোর্ট ঘুরে নারদ মামলা ফের হাই কোর্টে (Calcutta High Court)। আজ হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে ওই মামলার শুনানি।
গত সোমবার নারদ মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। বুধবার ওই মামলার পুনরায় শুনানি হওয়ার কথা ছিল। পরে তা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড় জন্য জন্য বুধ ও বৃহস্পতিবার আদালতের সমস্ত কার্যপ্রণালী বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু বুধবার ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতায় পড়েনি। কলকাতায় আপাতত দুর্যোগের আশঙ্কা নেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আদালত ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো বকেয়া নারদ মামলার শুনানি ধার্য করা হয়েছে আজ।
লাইভ আপডেট
২.২৮: পাঁচ মিনিটের বিরতি নিল হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। জামিনের আবেদন আগামীকাল শোনা হবে, জানালেন হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দাল।
২.২৭: অভিযুক্ত পক্ষের সওয়াল না শুনে জামিনের নির্দেশ কি খারিজ করা যায়? সিবিআইকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। এতে তাদের স্বাধীনতার প্রশ্ন জড়িয়ে আছে, মত তাঁর
২.২৫: Article 226(3) অনুযায়ী একটি ex-parte order এর দুই সপ্তাহের মধ্যে জামিনের আবেদন শুনতে হবে। তাই, সেই আবেদনকে আগে শোনা হোক, বললেন সরকারের অ্যাডভোকেট জেনারেল
২.২৪: মুক্তির আবেদন আগে শোনা হোক, দাবি জানালেন আইনজীবী সিদ্ধার্থ লুথরাও। তদন্তের সময় এই চার ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হল না, প্রশ্ন তাঁর।
২.২৩: জামিনের পক্ষে সওয়াল করে অভিষেক মনু সিঙ্ঘভি বললেন, যদি সওয়াল-জবাবের পর আদালত মেহতার পক্ষে রায় দেন, অভিযুক্তদের আবার গ্রেপ্তার করা যেতেই পারে।
২.২২: মৌখিক আবেদনের ভিত্তিতে জামিন খারিজ করা হয়। তার দুদিন পর বলা হল যে কলকাতায় নাকি সামরিক শাসন চলছিল। বললেন অভিষেক মনু সিঙ্ঘভি।
২.২০: তুষার মেহতা জামিনের বিষয়টি আটকে দিতে চাইছেন। এই ইস্যু বাদে বাকি সব বিষয় নিয়ে কথা বলছেন। আক্রমণ শানালেন অভিষেক মনু সিঙ্ঘভি।
২.১৯: অভিষেক মনু সিঙ্ঘভি বললেন, আমি আইনজীবী বন্দ্যোপাধ্যায়ের সাথে সহমত। বিক্ষোভের কারণে জামিন খারিজ করা আইনগতভাবে ঠিক নয়। তুষার মেহতা বাকি যে সব আলোচনা করছেন, সেগুলি গৌণ।
২.১৭: কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, এখানে আমরা তাত্বিক আলোচনার জন্য সমবেত হইনি। কারও ভাষণ শোনার জন্য আসিনি। আমার দীর্ঘ কেরিয়ারে আমি এইরকম ঘটনা কোনোদিন দেখিনি।
২.১৬: আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঞ্চকে অনুরোধ করলেন আগে জামিনের আবেদন শুনতে। তাঁর মতে, সিসিটির ঘন্টার পর ঘন্টা নিজের দলিল পেশ করবেন, এবং শেষমেশ তাদের পক্ষ শোনা হবে না। চারজন অভিযুক্ত গৃহবন্দি রয়েছেন, যা তাদের সাথে অন্যায়।
২.১৫: সলিসিটর জেনারেলকে তিরস্কার করলেন বিচারপতি মুখোপাধ্যায়। বললেন, আপনি নিজের ধারণা অনুযায়ী চলতে পারেন, কিন্তু মনে রাখবেন এই বেঞ্চ গঠন করেছেন স্বয়ং হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
২.১৪: সাধারণ মানুষ আবেগে চলতে পারেন, কিন্তু আদালতের কাজ আইনের ভিত্তিতে চলা। বললেন বিচারপতি ট্যান্ডন
২.১৩: শুধুমাত্র ধারণার ভিত্তিতে কি কোনও আদালতের রায়কে বাতিল করা যায়? প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের।
২.১২: দেশে অনেক ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে প্রভাবশালী কোনও ব্যক্তি গ্রেপ্তার হলে বিক্ষোভ হয়। কিন্তু, সেই বিক্ষোভের ফলে আদালত প্রভাবিত হয়েছে, এই প্রমাণ না দিতে পারলে, সেটি আপনার বিরুদ্ধে যাবে, সিবিআইকে তিরস্কার হাইকোর্টের বিচারপতির
২.০৯: নিম্ন আদালতের বিচারপতি যদি রেকর্ডে না বলে থাকেন যে তার ওপর বিক্ষোভের জন্য প্রভাব পড়েছিল, আমরা সেটি কি করে বিচার্য বিষয় হিসেবে গণ্য করতে পারি? প্রশ্ন বিচারপতি মুখোপাধ্যায়ের
২.০৭: সিবিআইকে বিচারপতি মুখোপাধ্যায়ের প্রশ্ন, বিক্ষোভের কারণে কি নিম্ন আদালতের রায়ে প্রভাব পড়েছিল? আমরা শুধুমাত্র সেই আদালতে পেশ করা আইনি দলিলের ভিত্তিতেই রায় দিতে পারি
২.০৫: নারদ মামলার শুনানি শুরু হল হাইকোর্টে। সিবিআইয়ের তরফে তুষার মেহতা আবেদন জানালেন ১৭ মে সিবিআই দপ্তরের বাইরে বেনজির বিক্ষোভের কথা মাথায় রেখে তাদের রায়ে দৃষ্টান্ত স্থাপন করুক আদালত।
১১:০০: দুপুর দুটো পর্যন্ত মুলতুবি নারদ শুনানি।
