বিবিধ বিভাগে ফিরে যান

জলের থেকেও সস্তায় বিক্রি হচ্ছে তেল

April 21, 2020 | < 1 min read

করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বের আর্থিক গতিবিধি থমকে গিয়েছে ৷ করোনার জেরে গত ২১ বছরে আমেরিকায় অপরিশোধিত তেলের দাম এতটা পড়ে গিয়েছে ৷ প্রতি ব্যারেলের দাম কমে হয়েছে মাত্র ১৫ ডলার ৷ এর জেরে জলের থেকেও সস্তায় হয়ে গিয়েছে তেল ৷
ভারত দরকারের ৮৩ শতাংশের বেশি অপরিশোধিত তেল আমদানি করে থাকে আর এর জন্য ১০০ কোটি ডলার খরচ করে থাকে ৷ টাকার দাম বেড়ে গেলে অবশ্য আরও বেশি টাকা দিয়ে কিনতে হয় ৷ এবং তার জন্য ট্যাক্স বাড়িয়ে দিয়ে থাকে সরকার ৷

এক লিটার অপরিশোধিত তেলের দাম এখন ৭ টাকা হয়ে গিয়েছে যা জলের বোতলের দামের থেকেও কম ৷ বর্তমানে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১১৪০ টাকা হয়ে গিয়েছে ৷ এক ব্যারেলে ১৫৯ লিটার তেল থাকে ৷ এই হিসেবে ১ লিটার তেলের দাম ৭.১৩ টাকা ৷ অন্যদিকে প্যাকেজড জলের বোতলের দাম ২০ টাকা ৷
ব্রেন্ট ক্রুডের দাম ৪.১ শতাংস কমে ২৬.৯৩ টাকা প্রতি ব্যারেল হয়ে এক লিটার অপরিশোধিত তেলের দাম এখন ৭ টাকা হয়ে গিয়েছে যা জলের বোতলের দামের থেকেও কম ৷ গিয়েছে ৷ পরে অবশ্য দাম কিছুটা বেড়ে ২৮.১১ ডলার হয়ে গিয়েছে ৷ এত লম্বা লকডাউনের জেরে গোটা বিশ্বে অপরিশোধিত তেলের দাম চাহিদা কমে যাওয়ায় দাম এতটা কমে গিয়েছে ৷
কিছুদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ওপেক প্লাস দেশগুলি শীঘ্রই না হলে অপরিশোধিত তেলের দাম ১০ ডলার প্রতি ডলার হয়ে যেতে পারে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Lockdown2, #Oil, #water

আরো দেখুন