ফের পেছালো শুনানি, আদালতের প্রশ্নে ব্যাকফুটে সিবিআই
আবার পিছিয়ে গেল নারদ (Narada Case) শুনানি। আগামীকাল, মানে শুক্রবার, হাইকোর্টে হবে নারদ শুনানি। সেদিন জামিনের আবেদনকে প্রাধান্য দেওয়া হবে বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।
গত সোমবার নারদ মামলার শুনানি হয় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। বুধবার ওই মামলার পুনরায় শুনানি হওয়ার কথা ছিল। পরে তা সম্ভব হয়নি। ঘূর্ণিঝড় জন্য জন্য বুধ ও বৃহস্পতিবার আদালতের সমস্ত কার্যপ্রণালী বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু বুধবার ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতায় পড়েনি। তাই বৃহস্পতিবার আদালত ফের চালু হয়েছে। সেই মতো বকেয়া নারদ মামলার শুনানি ধার্য করা হয়েছিল আজ।
আজকের শুনানিতে সিবিআইকে প্রশ্নবাণে বিদ্ধ করেন একাধিক বিচারপতি। সলিসিটর জেনারেলকে তিরস্কার করেন বিচারপতি মুখোপাধ্যায়। বললেন, আপনি নিজের ধারণা অনুযায়ী চলতে পারেন, কিন্তু মনে রাখবেন এই বেঞ্চ গঠন করেছেন স্বয়ং হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। সাধারণ মানুষ আবেগে চলতে পারেন, কিন্তু আদালতের কাজ আইনের ভিত্তিতে চলা। বললেন বিচারপতি ট্যান্ডন। নিম্ন আদালতের বিচারপতি যদি রেকর্ডে না বলে থাকেন যে তার ওপর বিক্ষোভের জন্য প্রভাব পড়েছিল, আমরা সেটি কি করে বিচার্য বিষয় হিসেবে গণ্য করতে পারি? প্রশ্ন বিচারপতি মুখোপাধ্যায়ের।
এরপর অভিযুক্তদের তরফে অভিষেক মনু সিঙ্ঘভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সিদ্ধার্থ লুথরা সওয়াল করেন আগে জামিনের আবেদন শোনার জন্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের কার্যপ্রণালী নিয়ে তাত্বিক আলোচনার স্থান এই এজলাস নয়। অভিযুক্তদের পক্ষ না শুনে একতরফাভাবে জামিন বাতিলের প্রতিবাদ করেন আইনজীবী লুথরা।
এরপরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান আগামীকাল শুনানি হবে দুপুর বারোটার সময়। জামিনের আবেদনকেই প্রাধান্য দেওয়া হবে।