যশ বৈঠকে কেন বিজেপির বিধায়ক? না থাকার ইঙ্গিত মমতার
যশের প্রকোপে ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই আজকে প্রধানমন্ত্রীর বৈঠক। কলাইকুন্ডায় সেই বৈঠকে থাকছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল অবধি ঠিক ছিল বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু সূত্রের খবর তিনি হয়তো যাবেন না। কারণ হিসাবে শোনা যাচ্ছে বৈঠকে নাকি উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এই বিষয়েই আপত্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
বিজেপি ঘোষণা করেছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতার পদে আনুষ্ঠানিকভাবে বসেননি তিনি। তাই বৈঠকে শুভেন্দু অধিকারীর থাকার বিষয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা প্রশাসনিক বৈঠক সুতরাং রাজনৈতিক দলের কেউ থাকুক তিনি চাইছেন না। এ বিষয়ে নবান্নের তরফে বার্তা পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকদের কাছে। এখনও কোনও জবাব আসেনি।
প্রসঙ্গত, যশের ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে রাজ্যের জন্য আর্থিক সাহায্য দেওয়া হওয়ার কথা। স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর বৈঠকে এর আগে বাংলার জন্য ৪০০ কোটি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা হয়। যা নিয়ে মমতা ব্যানার্জি বলেন আমাদের প্রতিবারই বঞ্চিত করা হয়। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ৬০০ কোটি পাচ্ছে, আর বাংলা বড়ো রাজ্য হয়েও কম টাকা পাচ্ছে। আজকের বৈঠকে সামিল হলে এই বিষয়গুলি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শেষপর্যন্ত বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না থাকলে রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি।