বিপুল বিলের বোঝা বেসরকারি হাসপাতালে, স্বাস্থ্য কমিশনে নালিশের পাহাড়

এর মধ্যে একটি হাসপাতালের বিরুদ্ধে পরপর তিনদিনে তিনটি অভিযোগ জমা পড়েছে।

May 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা (Covid19) পরিস্থিতিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গত এক মাসে ৩১টি অভিযোগ জমা পড়ল রাজ্য স্বাস্থ্য কমিশনে (State Health Commission)। এমনিতেই কোভিডের জন্য প্রায় দেড় বছর ধরে রাজ্যজুড়ে চরম অসহায়তা ও হতাশায় ভুগছে মানুষ। চারিদিকে হাহাকার লেগেই আছে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যেও রাজ্যের একাধিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের আমানবিকতা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মাত্র এক মাসের কিছু বেশি সময়ে ৩১টি অভিযোগ জমা পড়েছে। অধিকাংশই অতিরিক্ত বিল ও চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত। অনেক রোগীই প্রতারণার শিকার হচ্ছেন। এর মধ্যে একটি হাসপাতালের বিরুদ্ধে পরপর তিনদিনে তিনটি অভিযোগ জমা পড়েছে।

তদন্ত চলাকালীন তিনটি হাসপাতালকে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু, কোভিড পরিস্থিতিতে দুই রোগীর অবস্থা সঙ্কটজনক হওয়ায়, বন্ধ করা একটি হাসপাতালে তাঁদের ভর্তি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।  তিনি আরও বলেন, নামকরা বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার খরচ এত বেশি যে, অনেক রোগীর পক্ষে সেই হাসপাতালে ভর্তি হওয়া সম্ভব নয়। গত বছর বেহিসেবি বিল মেটাতে না পেরে রোগী নিয়ে হয়রানির শিকার হয়েছেন অনেকেই। তাই বাধ্য হয়ে এ  বছর মধ্যম মানের হাসপাতালগুলিতে অনেকে রোগী ভর্তি  করেছিলেন। সেখানেও তাঁদের একইরকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। সেজন্য তদন্তের স্বার্থে আমরা অভিযুক্ত হাসপাতালগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত বজায় রাখছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen