রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে ১ কোটিরও বেশি মানুষ পেয়ে গেছে টিকার প্রথম ডোজ

May 29, 2021 | 2 min read

টিকাকরণের (Vaccination) ক্ষেত্রে এক অনন্য মাইলস্টোন স্পর্শ করল বাংলা। শুক্রবার রাজ্যে প্রথম ডোজের টিকাপ্রাপ্তের সংখ্যা এক কোটি অতিক্রম করল। অর্থাৎ এদিন পর্যন্ত এ রাজ্যে এক কোটিরও বেশি মানুষ প্রথম ডোজের টিকা পেয়েছেন। যদিও প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে এ যাবৎ টিকা পেয়েছেন ১ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৮২১ জন।  

এর মধ্যে আশার কথা হল, রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। হাসপাতালগুলিতে কমছে শয্যার চাহিদাও। এতেই মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার দিশা দেখছেন চিকিৎসকরা। হেলথ বুলেটিন অনুযায়ী, মে মাসের পয়লা তারিখে কোভিড বেডে ৪৬.৫৪ শতাংশ রোগী চিকিৎসাধীন ছিলেন। অর্থাৎ মোট শয্যার প্রায় অর্ধেক। কিন্তু শুক্রবার তা কমে হয়েছে ৩২.৮৬ শতাংশ। এদিন রাজ্যে মোট সংক্রামিতের সংখ্যা কমে হয়েছে ১২,১৯৩ জন। সুস্থ হয়েছেন ১৯,৩৯৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪৫ জন আক্রান্তের। মৃত্যু হয়েছে ডাঃ রেশমি খান্ডেলওয়াল নামে চল্লিশ বছরের এক চিকিৎসকের।  

বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। ৩৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হন তিনি। এছাড়াও বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে করোনা উপসর্গ নিয়ে কলকাতায় আনা হয়েছিল। এদিন তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। 

এ সবের পাশাপাশি অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের বিরুদ্ধে সরব ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। এদিন তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় অ্যাসোসিয়েশনের তরফ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর নেওয়া হয়েছে পুলিশের তরফে।  

এর মধ্যে ২৮ মে দিনটিকে রোগীদিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি দিলেন ডাঃ কুণাল সাহা। এছাড়াও প্রটেক্ট দ্য ওয়ারিয়র্স নামে চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে নেতাজি সেবায়ন হাসপাতালে তৈরি হচ্ছে ১২৫ শয্যার কোভিড হাসপাতাল।

এদিন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রামিতের কোনও খোঁজ মেলেনি। তবে সন্দেহজনক আক্রান্ত একজনের এদিন মৃত্যু হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Vaccination, #dose

আরো দেখুন