অন্তর্বর্তী জামিন পেয়েই মাঠে ফিরহাদ, রাতেই এলাকা পরিদর্শন
অন্তর্বর্তী জামিন পেয়েই মাঠে নেমে পড়লেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার রাতের দিকে নিজের বিধানসভা অঞ্চলের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে ভারী বর্ষণের পর বন্দর এলাকার কোথাও জল জমে আছে কি না, তা খতিয়ে দেখেন তিনি। এলাকার লোকজনের সঙ্গে কথাবার্তাও বলেন। ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর স্ত্রী এবং কন্যা ছিলেন। রামকমল স্ট্রিট, হেমচন্দ্র স্ট্রিট ঘুরে বাড়িতে ফেরেন তিনি।
অন্যদিকে, বদল করা হল ‘টক টু কেএমসি’র (Talk to KMC) সময়সূচি। দুপুর একটা থেকে দুটো পর্যন্ত চলবে ফোন পর্ব। দু’সপ্তাহ বন্ধ থাকার পর অবশেষে আজ, শনিবার শুরু ফের হচ্ছে ফোনে সমস্যা জানানোর এই প্রকল্প। উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, এই লাইভ অনুষ্ঠান হতো প্রতি শনিবার তিনটে থেকে চারটে পর্যন্ত। সেই সময়ের পরিবর্তন করা হয়েছে। গত দু’সপ্তাহ ধরে নারদ কাণ্ডে আইনি জটিলতায় আটকে ছিলেন ফিরহাদ। ফলে এই অনুষ্ঠান হয়নি। শুক্রবার শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। তাই শনিবার থেকে ফের পুরোদমে ময়দানে নামছেন ফিরহাদ হাকিম।