← রাজ্য বিভাগে ফিরে যান
প্রধানমন্ত্রীর পা ধরতে রাজি আছি, কিন্তু বাংলাকে অপমান করবেন না: মমতা
শুক্রবার বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (alapan bandyopadhyay) দিল্লিতে তলব করেছে কেন্দ্র। আলাপনের অবসরের দিন ৩১ মে। সেই দিনই অর্থাৎ আগামী সোমবার তাঁকে নর্থ ব্লকে গিয়ে কাজে যোগ দিতে বলা হয়েছে। অথচ দিন কয়েক আগেই মুখ্যসচিব পদে আলাপনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে রাজ্য সরকার এবং তাতে সিলমোহর দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি তাঁকে ছাড়তে চাইবে, এখন সেই প্রশ্নই চতুর্দিকে। আলাপন-ইস্য়ুতে নবান্নের অবস্থান জানাতে শনিবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কী বললেন মমতা?
- আমাকে অপমান করার জন্য ও মুখ্যসচিবকে অপমান করার জন্য বিজেপি এসব করছে।
- আমাদের ঘোষণা পরই প্রধানমন্ত্রীর সফর ঘোষণা হয়। হঠাৎ করে আমরা খবর পায়, প্রধানমন্ত্রী আসবেন।
- প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই দিঘায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলাম।
- প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও হয়নি। সেজন্য আমি দায়ী নই। ৩ বার অনুরোধের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাই।
- ২ সপ্তাহ আগেও গুজরাতে ঘুর্ণিঝড় নিয়ে বৈঠক ডেকেছিল বিজেপি। অথচ সেখানে বিরোধী নেতাদের ডাকা হয়.নি। তাহলে ওড়িশায় কেন ডাকা হল।
- আমাকে বারবার উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান করা হচ্ছে। বিজেপি এটা করছে। বাংলার মানুষ এটা সহ্য করবে না।
- বাংলার হার হজম করতে পারেনি বলেই কি প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি?
- সংবাদ-মাধ্যমে অসত্য খবর ছড়িয়ে বাংলাকে অপমান করা হচ্ছে। বারবার কেন, বাংলাকে অপমান করা হচ্ছে। কেন্দ্র তো বাংলার জন্য কিছুই করছে না। শুধু অপমান করছে।
- প্রয়োজনে আপনার পায়ে ধরব প্রধানমন্ত্রী, কিন্তু বাংলাকে এভাবে অপমান করবেন না। আমি হাতজোড় করে বলছি।
- আমার অনুরোধ, মুখ্যসচিবকে যে নির্দেশ দিয়েছেন, তা প্রত্যাহার করুন। আমি কেন্দ্রের কাছে এই অনুরোধ করব।
- আলাপন বন্দ্যোপাধ্যায় বাঙালি বলে এত রাগ কেন? এটা ঠিক নয়। আলাপন ২৪ ঘণ্টা কাজ করে। ওকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হচ্ছে।
- সংঘাতে না গিয়ে সাংবিধানিকভাবে এর সমাধান করা দরকার। এখানে রাজনীতি করা উচিত নয়।
- কোভিড আর সাইক্লোন মোকাবিলা করার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ তিনমাসের জন্য বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু তাঁর চাকরিজীবনের শেষদিনে এইভাবে আপনারা তাঁকে অপমান করলেন।
- আমি দেশের সব রাজ্যের মুখ্যসচিব, সব আইএএস, আইপিএস আধিকারিককে আমার সমবেদনা জানাচ্ছি। এটা সকলের অপমান।
- খালি চেয়ারের ছবি পোস্ট করে আমাদের অপমান করা হয়েছে। আমরা যে সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, সেই সময়কার ছবি দেওয়া হল না কেন? মুখ্যসচিব তো সবিস্তারে সব প্রধানমন্ত্রীকে বলেছেন ক্ষয়ক্ষতির ব্যাপারে।