দাঁতনে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদানের হিড়িক, চিন্তায় গেরুয়া শিবির
দলে আগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার পাত্র।
May 29, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর দল বদলের হিড়িক সর্বত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) ছেড়ে প্রায় ৫০ টি পরিবার তৃনমূলে (Trinamool) যোগদান করেন বলে দাবি তৃণমূলের। দলে আগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার পাত্র।