দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

আগামীকাল নিউটাউনে চালু হতে চলেছে ‘মা ক্যান্টিন’

May 31, 2021 | < 1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয়েছে মা ক্যান্টিন (Maa Canteen)। সেই প্রকল্প এবার চালু হচ্ছে নিউটাউনে। আগামী কাল, ১ জুন থেকে হিডকোর উদ্যোগে নিউটাউনে (New Town) চালু হচ্ছে মা ক্যান্টিন। কর্তৃপক্ষ সূত্রে খবর, নিউটাউন অ্যাকশন এরিয়া-১ এর ডেপুটি কমিশনার অফিস এবং এনকেডিএ বাজার সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে ক্যান্টিনটি।

প্রতিদিন দুপুরে মাত্র পাঁচ টাকার বিনিময়ে সেখান থেকে খাবার পাবেন নিউটাউনের দরিদ্র মানুষেরা। খাবারের জন্য প্রতিদিন সকাল বেলায় কুপন দেওয়া হবে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কুপন বিলির ব্যবস্থা করা হয়েছে। কুপন থাকলে তবেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্যান্টিন থেকে খাবার দেওয়া হবে। দুপুর ১টা থেকে বেলা ৩টে পর্যন্ত খাবার বণ্টন করা হবে বলে হিডকো সূত্রে জানা গিয়েছে।

পাঁচ টাকা হলেও খাদ্য তালিকা নেহাতই ছোট নয়। মা ক্যান্টিনের মেনুতে থাকছে ভাত, ডাল, সব্জি এবং ডিমের বন্দোবস্ত। নিউটাউনের কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রমা মণ্ডল জানান, সরকারের এই উদ্যোগ খুবই ভালো।

TwitterFacebookWhatsAppEmailShare

#New Town., #Maa Canteen

আরো দেখুন