রাজ্য বিভাগে ফিরে যান

মাত্র ১৭ দিনে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে অর্ধেক

June 1, 2021 | < 1 min read

যেভাবে হু হু করে সংক্রমণ বাড়ছিল, তাতে যথার্থই লাগাম পড়াল রাজ্য। মাত্র ১৭ দিনে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে হল অর্ধেক। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন জানাচ্ছে, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারের ঘরে নেমেছে (১০,১৩৭)। ১৭ দিন আগেও ১৪ মার্চ যা ছিল ২০ হাজার ৮৪৬, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। এদিন দৈনিক মৃত্যুও রবিবারের তুলনায় ১১ কমে হল ১৩১। সোমবার কোভিডে আক্রান্ত হয়ে মারা যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ডাঃ দেবীপ্রসাদ দাশগুপ্ত।  

এদিকে লাগাতার করোনা এবং নন করোনা হাসপাতালের ডিউটির ভারে যাতে নিজেদের বিধস্ত না মনে হয়, সেজন্য একটানা আট ঘণ্টার বেশি কোনও স্বাস্থ্যকর্মীকে ডিউটি দেওয়া হবে না বলে জানাল রাজ্য। তারা আরও জানিয়েছে, রাতের ডিউটি হবে ছয় থেকে সাত ঘণ্টার। পাঁচদিনের শিফটিং এবং নাইট থাকলে সেই সপ্তাহে অন্তত দু’দিন বিশ্রামের সময় রাখতেও বলা হয়েছে।  করোনা আক্রান্ত সদ্যোজাতদের চিকিৎসা কীভাবে হবে, তা নিয়েও নির্দেশনামা জারি করেছে রাজ্য। প্রসঙ্গত, দ্বিতীয় ঢেউয়ে কোভিড আক্রান্ত শহরের কিছু ছোট বাচ্চা এবং কিশোর-কিশোরীরও মৃত্যু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #COVID Second Wave, #COVID positive

আরো দেখুন