অনেকটাই ভাল আছেন, আজকেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধদেব

প্রসঙ্গত, গত ১৮ মে করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

June 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

অনেকটাই উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার। স্বাভাবিক রয়েছে অক্সিজেনের মাত্রা। হাসপাতাল সূত্রে খবর, বুধবারই তাঁকে ছুটি দেওয়া হবে।

মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে প্রকাশ মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে ইন্টারমিটেন্ট বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রক্তে অক্সিজেনের পরিমাণ ৯৬ শতাংশ। কমেছে কৃত্রিম অক্সিজেনের চাহিদা। হৃদস্পন্দনের গতি প্রতি মিনিটে ৬৪।

প্রসঙ্গত, গত ১৮ মে করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুরুতে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৫ মে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen