রাজ্য বিভাগে ফিরে যান

‘প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়’ প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের

June 2, 2021 | < 1 min read

রাজ্য সরকার গাছ ও ঘাস লাগিয়ে বাঁধের ক্ষয়ক্ষতি কমাতে একটি নতুন প্রকল্প ‘প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি সহায়’ চালু করছে। ভেটিভার ঘাস বিশেষজ্ঞদের একটি কমিটি স্থাপন করা হবে এবং বাঁধগুলি সংরক্ষণের জন্য এই ঘাস লাগানো হবে। ইতিমধ্যে সবুজায়ন প্রকল্পের আওতায় নদিয়ায় নদীর সীমানা ভেটিভার লাগানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে ভাঙন রোধেও এই একই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এর জন্যে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এই অ্যাপেই জিও ট্যাগিং- এর ছবি আপলোড করবেন সরকারি আধিকারিকরা। অ্যাপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষতির পরিমাণের সঠিক ধারণা পাওয়া যাবে। এর ফলে দুর্নীতি অনেকটাই রোখা যাবে বলে মত প্রশাসনিক কর্তাদের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেছেন, পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে বন সংরক্ষণের জন্যে পদক্ষেপ নেওয়া হবে।

রাজ্য বন বিভাগের প্রধান সচিব বিবেক কুমার বলেন, তিনি তিন জেলার জেলাশাসকের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
বাঁধগুলিকে শক্তপোক্ত করার কাজে কীভাবে ভেটিভার ঘাস ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

যশে ক্ষতিগ্রস্ত জেলাগুলির জেলাশাসকদের ক্ষতিগ্রস্থ এলাকার পাক্ষিক রিপোর্ট দিতে বলা হয়েছে। সেচ ও নৌপথ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব নবীন প্রকাশ জানিয়েছেন, ২৭ শে জুন ভরা কোটাল আসার কথা আছে এবং উপকূলীয় অঞ্চলে বাঁধের উপর দিয়ে জলের স্তর প্রবাহিত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#prakritik durjoge prokriti sohay, #West Bengal

আরো দেখুন