রাজ্য বিভাগে ফিরে যান

টিকা সংগ্রহের দায়িত্ব নিক কেন্দ্র, সমর্থন চেয়ে মমতাকে চিঠি নবীনের

June 3, 2021 | 2 min read

দ্রুত সবার টিকাকরণ দরকার। কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক বাজার থেকে টিকা (Vaccine) কেনার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নামা উচিত নয়। সমস্ত টিকা কেনার দায়িত্ব কেন্দ্রীয় সরকারেরই নেওয়া উচিত। সংগ্রহের পর রাজ্যগুলিকে চাহিদামতো টিকা বিতরণ করুক কেন্দ্র। অবিজেপি অন্যান্য অনেক রাজ্যের সঙ্গে এবার এই দাবিতে সরব হলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। যাবতীয় রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে রেখে রাজ্যগুলিকে সহমত হওয়ার জন্য আবেদনও জানিয়েছেন তিনি। মঙ্গলবার নবীনবাবু সব মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিঠিও দিয়েছেন। কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথাও বলেছেন।

নবীনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি ও ফোন পাওয়ার কথা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, আমি এব্যাপারে একমত। কেরলের মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছেন একই কথা বলে। ১৪০ কোটি নাগরিকের বিনামূল্যে টিকাকরণের দাবি আমরা আগেই জানিয়েছি। কিন্তু কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে টিকা সরবরাহ করছে না। পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষ। কত টিকা দিয়েছে কেন্দ্র? ইতিমধ্যে আমরা টিকা কেনার জন্য ১৫০ কোটি টাকা খরচ করেছি। প্রধানমন্ত্রী তো বিহার নির্বাচনের আগে বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোথায় গেল সেই প্রতিশ্রুতি?

সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশে নবীনবাবু যে চিঠি লিখেছেন তার নির্যাস হল, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সবাই চরম আতঙ্কে রয়েছে। সব নাগরিকই এই মারণ ভাইরাসের জন্য কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ স্বজন হারিয়েছেন, কেউ বা কাজ। অনেকে ব্যবসা খুইয়েছেন, কেউ-বা আবার মানসিকভাবে আহত হয়েছেন। তার মধ্যেই তৃতীয় ঢেউয়ের শঙ্কা। একমাত্র উপায় দ্রুত সবার টিকাকরণ। কিন্তু রাজ্যগুলি সরাসরি আন্তর্জাতিক বাজার থেকে টিকা কিনতে পারছে না গ্লোবাল টেন্ডার ডেকেও। প্রস্তুতকারী সংস্থাগুলি কেন্দ্র ব্যতীত রাজ্যগুলিকে মাল সরবরাহ করতে ইচ্ছুকও নয়। তাই সবার কাছে নবীনবাবুর অনুরোধ, ভেদাভেদ ভুলে সকলে টিকা সংগ্রহের দায়িত্ব কেন্দ্রকে দেওয়ার জন্য দাবি তুলুন ঐক্যবদ্ধভাবে। সেক্ষেত্রে সর্বজনীন টিকাকরণের কাজকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এদিকে, সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও। রাহুল বলেছেন, ‘দেশের প্রতিটি মানুষকে যাতে বিনামূল্যে টিকা দেওয়া হয়, সেই দাবিতে শামিল হন। আওয়াজ তুলুন। কেন্দ্রীয় সরকারকে জাগান।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #corona vaccine, #Naveen Patnaik

আরো দেখুন