রাজ্য বিভাগে ফিরে যান

স্বস্তির খবর- এক ধাক্কায় রাজ্যে অনেকটা কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ

June 3, 2021 | < 1 min read

রাজ্যে আবার কমল করোনা (Covid-19) সংক্রমণ। সামান্য হলেও বুধবারের থেকে বৃহস্পতিবার সংক্রমণ কমেছে পশ্চিমবঙ্গে। তবে এদিন ১৪ লক্ষ পার করেছে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা। লক্ষ্যণীয়ভাবে কমেছে দৈনিক মৃত্যুও। নতুন রেকর্ড না হলেও ব্যাপক হারে কমেছে অ্যাক্টিভ কেসও। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজ্যে ৮,৮১১ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। কলকাতায় সংক্রমণ নেমেছে ১,০০০-এর নীচে। বাকি জেলাগুলিতেও সংক্রমণ নিম্নমুখি। তবে এদিন ১৪ লক্ষ পার করেছে রাজ্যে মোট সংক্রমণ। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,০৩,৫৩৫। 

এদিন রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৮ জনের। যা গত ৭ মের পর সর্বনিম্ন। কলকাতায় ২৭ জন উত্তর ২৪ পরগনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এদিন রাজ্যে ১৬,৯৩৮ জন সুস্থ হয়েছেন। অ্যাক্টিভ কেস কমেছে ৮,২৩৫টি। যার ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ৬১,৭৮০। 

এদিন রাজ্যে ৭৪.৫ হাজার করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৪৬ শতাংশ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid-19

আরো দেখুন