বাংলায় এমপি ল্যাডের টাকা ছাড়তে বাধ্য হল কেন্দ্র

পরিসংখ্যান এবং রূপায়ণ মন্ত্রককে চিঠি দিয়ে অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এলাকার উন্নয়নের লক্ষ্যে যেন এমপিদের ওই টাকা বরাদ্দ করা হয়।

June 4, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দক্ষিণ কলকাতার সাংসদের (South Kolkata MP) চাপে এবার বকেয়া এমপি ল্যাডের (MP Lad) টাকা ছাড়তে বাধ্য হল মোদি সরকার।

২০১৯-২০ অর্থবর্ষের বকেয়া হিসেবে ১১৭২.৫ কোটি টাকা দেওয়া হচ্ছে। পরিসংখ্যান এবং রূপায়ণ মন্ত্রককে চিঠি দিয়ে অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এলাকার উন্নয়নের লক্ষ্যে যেন এমপিদের ওই টাকা বরাদ্দ করা হয়।

এলাকা উন্নয়নের লক্ষ্যে বার বার দরবার করলেও পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পাশাপাশি কোভিড (Covid19) পরিস্থিতির কারণে এতদিন ২০১৯-২০ অর্থবর্ষের এমপিল্যাডের টাকা আটকে রেখেছিল মোদি সরকার। তাই লোকসভার স্পিকারকে চিঠি দেন দক্ষিণ কলকাতার সাংসদের মালা রায় (Mala Roy)।

উল্লেখ্য, এই একই ব্যাপারে লোকসভার স্পিকারকে চিঠি দেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তারপর তাঁর বকেয়া এমপি ল্যাডের টাকাও ছাড়তে বাধ্য হয়েছে কেন্দ্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen