রাজ্য বিভাগে ফিরে যান

পাওনা ৫ হাজার কোটি এখনই মেটান, নির্মলাকে চিঠি অমিত মিত্রর

June 5, 2021 | < 1 min read

 পশ্চিমবঙ্গের পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা এখনই মেটান। এই দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। পাশাপাশি, জিএসটির ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও অন্তত পাঁচ বছর বাড়িয়ে দেওয়ারও দাবি করেছেন তিনি। 


একে কোভিড, তার উপর ঘূর্ণিঝড় যশের দাপট। ফলে এই সময়ে অর্থের প্রয়োজন। রাজ্য তার মতো করে পরিস্থিতি সামাল দিচ্ছে ঠিকই, তবে কেন্দ্র টাকা আটকে রাখছে বলে রাজ্যের পক্ষে সেই কাজে গতি আনাই মুশকিল হয়ে পড়েছে। তাই রাজ্যের আর্থিক পাওনা নিয়ে সরব হয়েছেন অমিত মিত্র। কেন গত ১০ মাস (২০২০ সালের এপ্রিল থেকে ২০২১’এর জানুয়ারি) রাজ্যকে তার পাওনা মেটানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে বলেছেন, ৪ হাজার ৯১১ কোটি টাকা এখনই মিটিয়ে দিন।

একইসঙ্গে তিনি বলেছেন, তাড়াহুড়ো করে জিএসটি চালু করেছিল কেন্দ্র। কিন্তু তারপরই এসে পড়েছে বিশ্বব্যাপী মহামারী। কাজেই জিএসটি ক্ষতিপূরণের বিষয়টি হিসেব মতো পাঁচ বছরে স্থিতিশীল হয়নি। তাই উদ্ভূত পরিস্থিতিতে ২০২২ সালের জুলাই মাসের পরেও আরও অন্তত পাঁচ বছর জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বাড়িয়ে দিন। কেন্দ্রকে তার হিসেবের গলদ ধরিয়ে দিয়ে রাজ্যের অর্থনীতিবিদ অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠিতে আরও বলেছেন, ২০২১-২২ আর্থিক বর্ষে রাজ্যগুলির বকেয়া মেটাতে কেন্দ্রীয় সরকার যে ১ লক্ষ ৫৮ হাজার ২৬৭ কোটি টাকা ধার করার কথা বলেছে, তা ঠিক নয়। তা হবে ২ লক্ষ ১৩ হাজার কোটি। সঠিক নয় ৭ শতাংশ আর্থিক বৃদ্ধির হারকে ভিত্তি করে কেন্দ্রের হিসেবও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #Dr Amit Mitra

আরো দেখুন