দেশ বিভাগে ফিরে যান

শিশু অপুষ্টি – দেশের শীর্ষে ডবল ইঞ্জিনের ইউপি-বিহার

June 7, 2021 | < 1 min read

 ন’লাখ ২০ হাজারেরও বেশি শিশু বর্তমানে চূড়ান্ত অপুষ্টির শিকার। আর তাদের মধ্যে বেশিরভাগই ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহারের (Bihar) বাসিন্দা। সরকারি তথ্য বলছে, এই হিসেবের মধ্যে কোভিডকালেই বেশিরভাগ শিশু অপুষ্টির শিকার হয়েছে। দরিদ্র থেকে দরিদ্রতর পরিবারের শিশুদের দীর্ঘদিন খাবারই জোটেনি। আর সেটাই দেশের এহেন স্বাস্থ্য বিপর্যয়ের কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত বছরের নভেম্বর থেকে হিসেব করে দেখা গিয়েছে, এই ক’মাসে অপুষ্টি দ্রুত হাতে বেড়েছে এবং চুড়ান্ত অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ২৭ হাজার ৬০৬ জন।

উত্তরপ্রদেশে সেই সংখ্যা সবচেয়ে বেশি (৩ লক্ষ ৯৮ হাজার ৩৫৯ জন)। তারপরই রয়েছে বিহার। সে রাজ্যে ২ লক্ষ ৭৯ হাজার ৪২৭ জন চূড়ান্ত অপুষ্টিতে আক্রান্ত। আরটিআইয়ের এক প্রশ্নের উত্তরে শিশু ও নারী কল্যাণ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। এছাড়া মহারাষ্ট্র, গুজরাত, ছত্তিশগড়, ওড়িশা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্যে চূড়ান্ত অপুষ্টিতে আক্রান্ত শিশু রয়েছে। তবে অন্যদিকে লাদাখ, লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর এবং মধ্যপ্রদেশে কোনও শিশুই চূড়ান্ত অপুষ্টিতে আক্রান্ত নয় বলে রিপোর্টে জানা গিয়েছে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Bihar, #Malnourished

আরো দেখুন