উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নির্দিষ্ট দিনেই বর্ষা ঢুকল উত্তরবঙ্গে

June 7, 2021 | < 1 min read

৬ জুন। একেবারে নির্দিষ্ট দিনে রাজ্যের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা। বাদ যায়নি উত্তর-পূর্ব ভারত ও সিকিমও। উত্তর-পূর্ব ভারতে যে মৌসুমি বায়ু আসতে চলেছে, শনিবার পূর্বাভাসে তা জানিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কিন্তু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ বা সিকিমের ব্যাপারে কিছু বলা হয়নি। রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডঃ জি সি দাস জানিয়েছেন, উত্তরবঙ্গের (North Bengal) হিমালয় সংলগ্ন এলাকা এবং সিকিমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বর্ষার মরশুম শুরু হয়েছে।

রাজ্যের বাকি অংশে কবে বর্ষা আসছে? দক্ষিণবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক দিন ১০ জুন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ১১ জুন নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার ধাক্কায় দক্ষিণবঙ্গ তো বটেই, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারেও বর্ষা প্রবেশ করবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, ১০ থেকে ১৩ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হবে। রাজ্যের উপকূলবর্তী এলাকা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু’-একদিনের মধ্যে নিম্নচাপটির গতিপ্রকৃতি আরও স্পষ্ট হবে। তখনই নির্দিষ্টভাবে জানা যাবে, রাজ্যের কোন এলাকায় নিম্নচাপের বেশি প্রভাব পড়বে।

প্রাক বর্ষা মরশুমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি গত বেশ কয়েকদিন ধরে চলছে। রবিবারও কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রমেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাত হয়। ফলে রেহাই মেলে ভ্যাপসা গরম থেকে। বর্ষার আগে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এই অস্বস্তি তৈরি হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Rain

আরো দেখুন