রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যপালের টুইটে জাতিবাদ, সমালোচনা স্তম্ভিত নেটমহলের

June 7, 2021 | < 1 min read

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বনাম রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইট-যুদ্ধ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছেন মহুয়া। তৃণমূল সাংসদের সেই বিস্ফোরক অভিযোগের পালটা এবার টুইটারে সোচ্চার হলেন রাজ্যপাল।

টুইটারে মহুয়া ভুল তথ্য পেশ করেছেন বলে মুখ খুললেন ধনখড়। কিন্তু সেকথা বলতে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান টেনে আনলেন জাতি, বর্ণের কথা। টুইটারে জগদীপ ধনখড় লিখেছেন, ‘ওএসডিরা ৩টি রাজ্যের এবং পৃথক ৪টি বর্ণের। তাঁরা কেউই আমার পরিবারের ঘনিষ্ঠ নয়। ৪ জন আমার রাজ্য ও বর্ণেরও নয়।’

এরপরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। সাধারণ মানুষের মতে, এই টুইট যুদ্ধ নিতান্তই রাজনৈতিক, এতে জাতি, ধর্ম, বর্ণের উল্লেখ নিতান্তই অপ্রাসঙ্গিক। কেন রাজ্যপাল এহেন কথা তুললেন তা নিয়ে বিস্মিত রাজনৈতিক মহলও। এমনকি বিজেপি নেতা তথা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু জাতিবাদ প্রথার বিরুদ্ধে টুইট করে সোচ্চার হয়েছেন। সমালোচনায় সরব সব মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #caste

আরো দেখুন