বেসুরো নেতা-কর্মীদের সামালাতে শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ল রাজ্য বিজেপি

২৩ জুন থেকে রাজ্যজুড়ে সরকার বিরোধী আন্দোলনে নামছে বিজেপি। চলবে ধরনা কর্মসূচি। জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

June 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভ-বিক্ষোভ। রাজ্যের বিভিন্ন প্রান্তে  বিজেপির রাজ্য সভাপতিকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন দলীয় কর্মীরা। সোশ্যাল মিডিয়ায়ও উগরে দিয়েছেন মান-অভিমান। যার জেরে বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে বিজেপিকে। এবার সেই পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করল গেরুয়া শিবির।

মঙ্গলবার তিন সদস্যের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ল বিজেপি (BJP)। কমিটির মাথায় রয়েছেন সাংসদ সুভাষ সরকার। অন্য দুই সদস্য হলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও রথীন বোস। দুজনেই রাজ্য বিজেপির পদাধিকারী। সূত্রের খবর, দলের অন্দরের ক্ষোভ-দ্বন্দ্ব সামাল দিতেই এই কমিটি বলে মনে করা হচ্ছে। আগামী দিনে রাজ্যে বিজেপির কর্মসূচিও ঠিক করা হয় এই বৈঠকে।

এদিন কলকাতার হেস্টিংস অফিসে রাজ্য বিজেপির পর্যালোচনা বৈঠক ছিল। সেই বৈঠকে দিলীপ ঘোষ-সহ একাধিক রাজ্য নেতা উপস্থিত ছিলেন। তবে জল্পনা বাড়িয়েছে মুকুল রায়ের অনুপস্থিতি। বৈঠকে তাঁর ভারচুয়ালি যোগ দেওয়ার কথা থাকলেও, শেষপর্যন্ত তা হয়নি। তবে মুকুল রায়ের অনুপস্থিতি নিয়ে জল্পনা উড়িয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। হাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তবে বৈঠকে ছিলেন সব্যসাচী দত্ত।

এদিনের বৈঠকে রাজ্য বিজেপির আগামীদিনের কর্মসূচি নিয়েও এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ ঘোষ। বললেন, “বাংলাকে বিরোধীশূন্য করার চেষ্টা করছে। ভ্যাকসিন নিয়েও রাজনীতি চলছে।” এ সমস্ত কিছুর বিরোধিতা করে ২৩ জুন থেকে রাজ্যজুড়ে সরকার বিরোধী আন্দোলনে নামছে বিজেপি। চলবে ধরনা কর্মসূচি। জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। 

উল্লেখ্য, দিন দুয়েক আগে বাংলার ফল নিয়ে দিল্লিতে পর্যালোচনা বৈঠক হয়। হাজির ছিলেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী।  এর পরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে তলব করা হয়েছে। এদিকে এদিন বাংলায়ও বৈঠক হল। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen