প্রয়াত পদ্মশ্রী জয়ী বক্সার ডিঙ্কো সিংহ

শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে তাঁর। ১৯৯৮ সালের এশিয়ান গেমসে ব্যাংককে সোনা জিতেছিলেন এই বক্সার।

June 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

মারা গেলেন বক্সার (Boxer) ন্যাংগম ডিঙ্কো সিংহ। বয়স হয়েছিল ৪২ বছর। ২০১৭ সাল থেকে যকৃতে ক্যানসারে ভুগছিলেন তিনি। গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন ডিঙ্কো (Dingko Singh)। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে তাঁর। ১৯৯৮ সালের এশিয়ান গেমসে ব্যাংককে সোনা জিতেছিলেন এই বক্সার।

গত বছর জানুয়ারি মাসে দিল্লিতে রেডিয়েশন দেওয়া হয় ডিঙ্কোকে। ইম্ফলে নিজের বাড়িতে ফিরে যান তিনি। এপ্রিল মাসে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লি নিয়ে আসা হয়। জন্ডিসেও আক্রান্ত হয়েছিলেন ডিঙ্কো। ১৯৯৮ সালে তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। ২০১৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন তিনি।

ডিঙ্কোর মৃত্যুতে শোকাহত ভারতীয় বক্সিং জগত। অলিম্পিক্স পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিংহ টুইট করে লেখেন, ‘আমি গভীর ভাবে শোকাহত। আশা করব তাঁর জীবনের লড়াই অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। আমি প্রার্থনা করি যে তাঁর শোকাহত পরিবার এই শোকের সময়কে কাটিয়ে ওঠার শক্তি খুঁজে পান।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন