নবরূপে টালা ব্রিজ চালু হতে পারে ফেব্রুয়ারিতে

পূর্তদপ্তর সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে কলকাতার সঙ্গে উত্তর শহরতলির সংযোগ রক্ষাকারী এই লাইফ লাইন।

June 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামী বছরের গোড়ার দিকে শহরবাসীর জন্য নতুন উপহার হতে পারে নবরূপে টালা ব্রিজ (Tallah Bridge)। দীর্ঘ দেড় বছরে নির্মাণ সম্পূর্ণ হওয়ার পথে। শনিবার নির্মীয়মাণ সেতুর কাজকর্ম পরিদর্শনে যান কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ।

পূর্তদপ্তর সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে কলকাতার সঙ্গে উত্তর শহরতলির সংযোগ রক্ষাকারী এই লাইফ লাইন। নতুন সেতু তৈরি হয়েছে চার লেনের। খরচ হচ্ছে প্রায় ৩০০ কোটি টাকা।

২০২০ সালে লকডাউনের সময় নতুন ব্রিজ তৈরির কাজে হাত দেয় পূর্তদপ্তর। কাজ করছে একটি বহুজাতিক নির্মাণ সংস্থা। গত বছর জুনে কাজ শুরু হয়। তার আগে অবশ্য গত বছরের ফেব্রুয়ারি থেকে পুরনো ব্রিজ ভাঙার কাজ শুরু হয়েছিল। মাঝে লকডাউনের জন্য নানা সমস্যার কারণে কিছুদিন কাজ আটকে যায়। তারপর আবার গত বছর পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হয়।

গতবছর জুনের মধ্যেই পুরনো ব্রিজটি ভেঙে ফেলা হয়। শুরু হয় নতুন ব্রিজের নির্মাণ কাজ। টালা ব্রিজেরও স্বাস্থ্য পরীক্ষা করেন সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না। তিনি জানিয়ে দেন, পুরনো ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করতে হবে। পূর্তদপ্তরের অফিসারদের বিশেষ টিম কাজটি নিয়মিত রিভিউ করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen