ফুটবলে পর ক্রিকেটেও, ম্যাচে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ফ্যাফ দু’প্লেসি

দু’প্লেসি বেরিয়ে গেলে তাঁর পরিবর্তে সইম আয়ুবকে নামানো হয় কনকাশন পরিবর্ত হিসেবে। প্রথমে ব্যাট করে পেশোয়ার ১৯৭ রান করে ৫ উইকেট হারিয়ে। এই প্রতিবেদন লেখার সময় কোয়েটার স্কোর ২ উইকেট হারিয়ে ৬৯ রান।

June 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ফ্যাফ দু’প্লেসিকে। পাকিস্তান (Pakistan) সুপার লিগের ম্যাচে খেলার সময় মহম্মদ হাসনাইনের হাঁটু তাঁর মাথায় লাগে। মাঠ থেকে সঙ্গে সঙ্গে বার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে আবু ধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

কোয়েটা গ্ল্যাডিয়েটরস এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে। সীমানার ধারে বল আটকাতে গিয়ে হাসনাইনের হাঁটু এসে লাগে দু’প্লেসির (Plessis) মাথায়। সেই সময় ব্যাট করছিলেন ডেভিড মিলার। স্বদেশীয় দু’প্লেসিকে পড়ে থাকতে দেখে সকলের দৃষ্টি আকর্ষণ করেন সেই দিকে। নিজেই এগিয়ে যান দু’প্লেসির কী হয়েছে দেখার জন্য।

দু’প্লেসি বেরিয়ে গেলে তাঁর পরিবর্তে সইম আয়ুবকে নামানো হয় কনকাশন পরিবর্ত হিসেবে। প্রথমে ব্যাট করে পেশোয়ার ১৯৭ রান করে ৫ উইকেট হারিয়ে। এই প্রতিবেদন লেখার সময় কোয়েটার স্কোর ২ উইকেট হারিয়ে ৬৯ রান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen