কেবল-ইন্টারনেট সংযোগ তার ভূগর্ভেই, কাল থেকেই শুরু কাজ
কলকাতার (Kolkata) আকাশ থেকে জঞ্জাল পরিষ্কার করার জন্য উদ্যোগী হল মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেবল অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে শনিবার নবান্ন সভাঘরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রমূখ। উনিশটি সংগঠনের সাথে এই বৈঠক হয়েছে। এদিন বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের জানিয়ে দেওয়া হয়েছে রাস্তার উপর দিয়ে কোন তার আর নিয়ে যেতে দেবে না প্রশাসন।পরীক্ষামূলকভাবে আগামী সোমবার থেকে হরিশ মুখার্জি রোডে এই কাজ শুরু করা হচ্ছে। রাস্তার দু’ধারে ২.৬ কিলোমিটার রাস্তা কেবেল তার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মাটির নীচ দিয়ে নিয়ে যাবেন। আগামী সোমবার ও মঙ্গলবার এই কাজ শুরু হবে।
সূত্রের খবর, এই কাজে কত খরচ হচ্ছে, তা দেখে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে সার্ভিস প্রোভাইডারদের। তবে গ্রাহকদের ওপর এর কোনও প্রভাব পড়বে না। দ্বিতীয় পর্যায় এই কাজ হবে আলিপুর রোড, ডিএল খান রোড এবং জাজেস কোর্ট রোডে। বৈঠকের পরে ফিরহাদ হাকিম বলেন, এর আগে ৩০টির মতো মিটিং করা হয়েছে, কিন্তু সদর্থক কিছু হয়নি। তাই এবার যারা নির্দেশ মানবে না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে সার্ভিস প্রোভাইডাররা বলেন, মাটির নীচ দিয়ে কেবল নিয়ে যাওয়ার জন্য পুরসভার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তা পাওয়া যায়নি। এর উত্তরে মন্ত্রী বলেন, যে পোস্ট দিয়ে এই তার নিয়ে যাওয়া হয়েছে, তা ব্যবহার করার অনুমতি পুরসভা থেকে নেওয়া হয়নি। তাঁর স্পষ্ট বার্তা—কেবল তারের জঞ্জাল আর বরদাস্ত করা হবে না। পুরসভার মুখ্য প্রশাসক বলেন দুটি কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমত, তারের জঞ্জালের কারণে আগুন নেভাতে গিয়ে অসুবিধান সম্মুখীন হতে হচ্ছে দমকলকে। বহু জায়গায় দেখা যাচ্ছে,দমকলের ল্যাডার ওঠানার কাজ করা যাচ্ছে না। দ্বিতীয়ত, বেশ কিছু ক্ষেত্রে কেবলের বোঝা বইতে না পেরে পড়ে যাচ্ছে সংশ্লিষ্ট ল্যাম্পপোস্টটি। ফিরহাদ সাহেব বলেন, ইতিমধ্যেই রুবি থেকে গড়িয়াহাট পর্যন্ত মাটির নীচ দিয়ে কেবল নিয়ে যেতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। স্থানীয় ‘দাদা’রা তার কাটতে বাধা দিয়েছে। তাই এবার কলকাতা পুলিসের সাহায্য নেওয়া হচ্ছে। কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটার্স ইউনাইটেড ফোরামের পক্ষে চন্দ্রনাথ পাইন বলেন, সরকারকে সবরকম ভাবে সহযোগিতা করা হবে।