← রাজ্য বিভাগে ফিরে যান
কিছু ছাড় দিয়ে রাজ্যে বিধিনিষেধ ১লা জুলাই পর্যন্ত
রাজ্যে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার। করোনা (Covid19) সংক্রমণ আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এই পরিস্থিতিতে কিছু ছাড় দিয়ে পুরোনো বিধিনিষেধ আগামী পয়লা জুলাই পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এক নজরে রাজ্যের ঘোষণা:
- সবরকম জরুরি পরিষেবা অবশ্য খোলা থাকবে পুরোপুরি।
- সরকারি অফিসগুলিও খোলা রাখা যাবে, ২৫ শতাংশ কর্মচারী নিয়ে।
- বেসরকারি অফিস খোলা যাবে সকাল ১০টা থেকে চারটে পর্যন্ত। পরিবহণের ব্যবস্থা কোম্পানিগুলিকেই করতে হবে। গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে ই পাস নেওয়া যাবে।
- স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটোয় ছাড় দেওয়া হচ্ছে।
- ভোর ৬টা থেকে সকাল ৯টা অবধি করা যাবে মর্নিং ওয়াক। তবে ভ্যাকসিন নেওয়া থাকলে তবেই বেরোতে পারবেন পথচারীরা।
- সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক।
- সাধারণ বাজার, মাছ, মাংস, ডিমের দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। বাকি সব দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
- ১৬ তারিখ থেকে খোলা যাবে শপিং মলগুলিও। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা যাবে সেগুলি। তবে মলের যা ধারণক্ষমতা, তার ৩০ শতাংশের বেশি মানুষ ঢুকতে পারবেন না।
- বন্ধ থাকবে বিউটি পার্লার, জিম, সিনেমা হল, মাল্টিপ্লেক্সও।
- চালু করা যেতে পারে শ্যুটিংও, তবে একসঙ্গে ৫০ জনের বেশি কাজ করা যাবে না। ভ্যাকসিন নিতে হবে সকলকে। মেনটেন করতে হবে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার।
- তবে লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না রাজ্যে।
- দর্শক শূণ্য স্টেডিয়ামে খেলা হতে পারে।
- বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ থাকতে পারবেন না।
- আগের মতোই রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া রাতে কোনও ভাবেই রাস্তায় বেরোনো যাবে না।