ডেল্টা স্ট্রেইন প্রতিরোধে সক্ষম কোভিশিল্ড ও ফাইজারের টিকা

গবেষণায় আরও উঠে এসেছে, একটির তুলনায় ভ্যাকসিনের দু’টি ডোজ প্রয়োগে ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে শরীরে শক্তিশালী সুরক্ষাবলয় গড়ে উঠছে।

June 16, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জল্পনা-আশঙ্কার অবসান। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সিংহভাগের জন্য দায়ী ডেল্টা স্ট্রেইন মোকাবিলায় সক্ষম ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল ‘লান্সেট’-এ প্রকাশিত এক গবেষণায় এমনই দাবি করা হয়েছে। ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের নাম কোভিশিল্ড (Covishield)। এটি সিরাম ইনস্টিটিউট উৎপাদন করছে। তবে গবেষকদের দাবি, কোভিশিল্ডের তুলনায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন( Pfizer vaccine) ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে অনেক বেশি কার্যকর। প্রসঙ্গত, ব্রিটেনে পাওয়া করোনার আলফা স্ট্রেইনের তুলনায় প্রথম ভারতে মেলা ডেল্টা অনেক বেশি সংক্রামক এবং তা হাসপাতালে ভর্তির সম্ভাবনা বাড়িয়ে দেয়।

যৌথ উদ্যোগে এই গবেষণাটি চালিয়েছে স্কটল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ এবং ব্রিটেনের এডিনবরা ইউনিভার্সিটি। ১ এপ্রিল থেকে ৬ জুন সময়ে বিভিন্ন এলাকার সার্স-কোভ-২ ভাইরাস আক্রান্ত ১৯ হাজার ৫৪৩ জনের উপর এই গবেষণাটি চালানো হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, দু’টি ডোজ নেওয়ার পর আলফা স্ট্রেইনের বিরুদ্ধে ৯২ শতাংশ সুরক্ষা দিচ্ছে ফাইজারের টিকা। আর ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে সুরক্ষার পরিমাণ ৭৯ শতাংশ। অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকা বা সিরামের কোভিশিল্ড ডেল্টার বিরুদ্ধে ৬০ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম। যেখানে আলফার বিরুদ্ধে ৭৩ শতাংশ সুরক্ষা দিতে পারছে অক্সফোর্ডের টিকা। গবেষণায় আরও উঠে এসেছে, একটির তুলনায় ভ্যাকসিনের দু’টি ডোজ প্রয়োগে ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে শরীরে শক্তিশালী সুরক্ষাবলয় গড়ে উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen